Viral Video: ভূষণ প্রধানের শাশুড়ি-বৌমার এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 24, 2023 | 5:52 PM

রিলে দেখা যাচ্ছে সি-বিচে এক দম্পতি দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতে চেষ্টা করছেন। মহিলার শ্বশুর এবং শাশুড়িও দাঁড়িয়ে ছবিটি তোলার জন্য। শ্বশুরের হাতে ফোন, আর শাশুড়ি চেষ্টা করছেন ছবিটা যেন পারফেক্ট হয়

জনপ্রিয় মরাঠি অভিনেতা ভূষণ প্রধান শেয়ার করেছেন একটি ভিডিয়ো। মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। প্রতি দিন অগুনতি সিরিয়ালের মূল থিম শাশুড়ি-বউমার ঝামেলা। সিরিয়ালের সেই থিম যেন বাস্তবেও বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে ঢুকে পড়েছে। সেখানে একটা ভিডিয়ো বহু ইনস্টা ব্যবহারকারীকে নাড়িয়ে দিয়েছে । অভিনেতা ভূষণ প্রধান শেয়ার করেছেন একটি ইনস্টা রিল। রিলে দেখা যাচ্ছে সি-বিচে এক দম্পতি দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতে চেষ্টা করছেন। মহিলার শ্বশুর এবং শাশুড়িও দাঁড়িয়ে ছবিটি তোলার জন্য। শ্বশুরের হাতে ফোন, আর শাশুড়ি চেষ্টা করছেন ছবিটা যেন পারফেক্ট হয়। মহিলার শাশুড়ি তাঁর সালোয়ারের ওড়নাটা মেলে ধরছেন, যাতে ছবিটি আরও ভাল দেখায়। দম্পতি অবশেষে একে অপরের হাত ধরে পোজ দেন ওড়না উড়িয়ে । ছবির পাশাপাশি ভিডিয়োটিও রোম্যান্টিক হয়ে ওঠে। বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োর কমেন্ট সেকশনে অনেকেই মহিলার শ্বশুর শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ । একজন লিখেছেন, ‘ক্লাউড নাইনে থাকেন সেই সব বউমারা, যাঁরা এমন শ্বশুর-শাশুড়ি পান’ ।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla