Miss World 2023: আবার ভারতে আয়োজিত হবে মিস ওয়ার্ল্ড!

Jun 17, 2023 | 8:01 PM

Miss World: এবার মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতা হবে আমাদের দেশে। ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে ভারত। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটবে। সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানা যায়।

এবার মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতা হবে আমাদের দেশে। ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে ভারত। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটবে। সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানা যায়। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সিইও হলেন জুলিয়া মোর্লে। তিনি খুব খুশি ভারতে মিস ওয়ার্ল্ড ফাইনাল হবে বলে। এই প্রতিযোগিতাকে দর্শনীয় করতে সবাই একসঙ্গে কাজ করবেন। ১৩০ টি দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। ভারতের সংস্কৃতির সঙ্গে বিদেশের মানুষের পরিচিতি হবে। ভারতের সুন্দর সুন্দর জিনিস দেখার সৌভাগ্য হবে তাঁদের। ভারত জিতেছে ৬টি মিস ওয়ার্ল্ডের মুকুট। ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হন রীতা ফারিয়া ১৯৬৬ সালে। ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হন ঐশ্বর্য রাই ১৯৪৪ সালে।
ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হন ডায়ানা হেডেন ১৯৯৭ সালে। ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হন যুক্তা মুখী ১৯৯৯ সালে। ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হন প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে। ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হন মানুষি ছিল্লার ২০১৭ সালে।