Lemon Grass: ২০ হাজার খরচে আয় লাখ টাকা!
কম টাকায় ব্যবসা করতে চান? মাসে লাখ টাকা আয় করুন ২০ হাজার টাকা খরচ করে। লেমন ঘাস চাষ করতে পারেন। এই ঘাসের তেলের চাহিদা অনেক। এই তেল থেকে তৈরি হয় ওষুধ,সাবান ও নানা প্রসাধনী দ্রব্য।
কম টাকায় ব্যবসা করতে চান? মাসে লাখ টাকা আয় করুন ২০ হাজার টাকা খরচ করে। লেমন ঘাস চাষ করতে পারেন। এই ঘাসের তেলের চাহিদা অনেক। এই তেল থেকে তৈরি হয় ওষুধ,সাবান ও নানা প্রসাধনী দ্রব্য। বৃষ্টি কম হলেও লেমন ঘাসের চাষ করা যায় । ১ হেক্টর জমিতে এই ঘাস চাষ করে আয় ৪ লাখ টাকা। চাষের জন্য কোনও সারের দরকার নেই। বন্য প্রাণীও লেমন ঘাস নষ্ট করে না। ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে এই ঘাস চাষ করতে পারেন। ১ বার চাষ করলে ৪ বার ফসল কাটা যায়। ১ লিটার লেমন ঘাসের তেলের দাম প্রায় ১,৫০০ টাকা। মার্চ-এপ্রিল মাসে এই ঘাসের নার্সারি বেড তৈরি করা হয়। ১ হেক্টর জমিতে চাষের খরচ প্রায় ৪০ হাজার টাকা। সেখান থেকে বছরে ৩২৫ লিটার তেল পাওয়া যায়। সেই তেল বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হতে পারে।
Latest Videos