Garlic Peeling Hack: রসুনের খোসা ছাড়ানোর হ্যাক ভিডিয়ো
মোগলাই হোক বা কন্টিনেন্টাল রসুনের কদর সব রান্নাতেই। রসুনের খোসা ছাড়াতে নাজেহাল হন অনেকেই। জানেন কি সহজ কিছু উপায়ে নিমেষেই ছাড়ানো যায় রসুনের খোসা? এই ভিডিয়োয় রইল তেমনই কিছু সুলুক সন্ধান।
মোগলাই হোক বা কন্টিনেন্টাল রসুনের কদর সব রান্নাতেই। রসুনের খোসা ছাড়াতে নাজেহাল হন অনেকেই। জানেন কি সহজ কিছু উপায়ে নিমেষেই ছাড়ানো যায় রসুনের খোসা? এই ভিডিয়োয় রইল তেমনই কিছু সুলুক সন্ধান। হ্যাক ১ – গোটা রসুন নিয়ে ৩০ সেকেন্ড ‘মাইক্রো’ মোডে মাইক্রোওয়েভে ঘোরান। ৩০ সেকেন্ড পরে ওই রসুনটি বার করে অল্প চাপ দিন। খোসা থেকে আলাদা হয়ে যাবে রসুনের কোয়া। হ্যাক ২- রসুনের কোয়া ছাড়িয়ে একটি প্লাস্টিকের কৌটোয় ভরে কৌটো বন্ধ করুন। কিছুক্ষণ কৌটোটা ধরে ঝাঁকান। এর ফলে রসুনের খোসা আলাদা হয়ে যাবে সহজেই। হ্যাক ৩- রসুনের কোয়ার ওপরে একটি ছুরির ফলা রেখে জোরে চাপ দিন। রসুন চেপ্টে যাবে। খোসা রসুনের থেকে আলাদা হয়ে যাবে।