The Sword Of Tipu Sultan: টিপু সুলতানের তরোয়াল বিক্রি হল না
The Sword Of Tipu Sultan: টিপু সুলতানের তরবারি নিলামে বিক্রি হয়নি। লন্ডনের ক্রিস্টি নিলামে ওঠে টিপু সুলতানের তরোয়াল। মহীশূর শাসকের তরোয়াল গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিশ উপহার পান। নিলামে তরবারিটির দাম ১.৮২ থেকে ২.৪৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত রাখা হয়।
টিপু সুলতানের তরবারি নিলামে বিক্রি হয়নি। লন্ডনের ক্রিস্টি নিলামে ওঠে টিপু সুলতানের তরোয়াল। মহীশূর শাসকের তরোয়াল গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিশ উপহার পান। নিলামে তরবারিটির দাম ১.৮২ থেকে ২.৪৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত রাখা হয়।
কিন্তু কোনও ক্রেতাই তরবারিটি ওই মূল্যে কেনেননি। টিপুর তরবারিটি তাঁর ব্যক্তিগত অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল। তিনি এটি সর্বক্ষণ সঙ্গে রাখতেন। এটি নিয়ে ঘুমাতেন। তরোয়ালের হাতলে হিন্দু ও মুসলিম ধর্মের প্রতীক আছে। তরবারিটি বিক্রি না হওয়ার স্পষ্ট কারণ জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে তরবারির ইতিহাসের কারণে অনেকেই এটি কিনতে ভয় পেয়েছেন। বনহ্যামস নিলামে টিপু সুলতানের তরবারির দাম ওঠে ১৪ মিলিয়ান পাউন্ড। টিপুর দ্বিতীয় তরোয়াল বিক্রি হয় ৮০০ পাউন্ড বা ১,২২,২৫০ মার্কিন ডলার। টিপুর এই তরোয়াল কেবল একত্বই অস্ত্র নয়। বহু মূল্যবান মণিমাণিক্য খচিত এক শিল্প স্মারক ও বটে।