Panchayat Election 2023: ভাওয়াইয়া গানের সুরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী

| Edited By: Moumita Das

Jun 15, 2023 | 8:11 PM

জলপাইগুড়ি জেলাপরিষদের ৫ নং আসনে ( ধূপগুড়ি) কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী নুরজাহান বেগম। এদিন তার সাথে মনোনয়ন দাখিল করতে আসেন তার স্বামী বিশিষ্ট ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী নজরুল হক। সদর মহকুমা শাসকের করনে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে রাজ্যের লক্ষীর ভান্ডার সহ ৬৯ টি জনহিতকর প্রকল্প নিয়ে রচনা করা গান গেয়ে তারপর মনোনয়ন দাখিল করতে যান

মনোনয়ন দাখিল করা নিয়ে যখন উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা। ঠিক তখনই উল্টো ছবি দেখা গেলো জলপাইগুড়িতে। এদিন স্ত্রীর হয়ে ভাওয়াইয়া গান গাইলেন তার স্বামী। এরপর দোতারা বাজিয়ে ভাওয়াইয়ার সুরে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল প্রার্থী। জলপাইগুড়ি জেলাপরিষদের ৫ নং আসনে ( ধূপগুড়ি) কেন্দ্রে মনোনয়ন দাখিল করলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী নুরজাহান বেগম। এদিন তার সাথে মনোনয়ন দাখিল করতে আসেন তার স্বামী বিশিষ্ট ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী নজরুল হক। সদর মহকুমা শাসকের করনে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে রাজ্যের লক্ষীর ভান্ডার সহ ৬৯ টি জনহিতকর প্রকল্প নিয়ে রচনা করা গান গেয়ে তারপর মনোনয়ন দাখিল করতে যান। নূরজাহান বেগমের স্বামী নজরুল হক বলেন আমি সংস্কৃতিপ্রেমী এবং শিল্পী আর যেহেতু আমার স্ত্রী জেলা পরিষদের প্রার্থী তাই তাকে গানের মধ্য দিয়ে সহযোগিতা করি এবং এর মাধ্যম দিয়েই প্রচার চালাই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নূরজাহান বেগম বলেন ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে রাজ্য সরকারের ৬৯ টি প্রকল্প তুলে ধরে প্রচার চলবে।