Trinamool Cut Money: ‘কাট মানি’ না পেয়ে রাস্তা তৈরির রোলার আটকে দিল তৃণমূল নেতা!
TMC Cut Money: রাস্তা তৈরির বরাত ১২ লক্ষ টাকা। আর সেই কাজের জন্য তৃণমূলের ২ নেতা কন্ট্রাক্টরের থেকে ১ লক্ষ টাকা চেয়েছেন বলে অভিযোগ। আর সেই টাকা না পাওয়ায় নাকি তারা আটকে রেখেছে রোডরোলার সহ রাস্তা তৈরির অন্যান্য সরঞ্জাম।
রাস্তার দৈর্ঘ্য মাত্র দেড় কিলোমিটার। তার জন্য বরাত ১২ লক্ষ টাকা। আর সেই কাজের জন্য তৃণমূলের ২ নেতা কন্ট্রাক্টরের থেকে ১ লক্ষ টাকা চেয়েছেন বলে অভিযোগ। আর সেই টাকা না পাওয়ায় নাকি তারা আটকে রেখেছে রোডরোলার সহ রাস্তা তৈরির অন্যান্য সরঞ্জাম। পূর্ব বর্ধমানের এক নং ব্লকে অভিযোগ এমনটাই।
ঘটনায় ভুক্তভোগী পূর্ব বর্ধমান জেলা পরিষদের ঠিকাদার শেখ সুখচাঁদ। তাঁর বক্তব্য, জেলা পরিষদের ই-টেন্ডার অনুযায়ী সরাইটিকর থেকে নতুনগ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের বরাত পান তিনি। তাঁর অভিযোগ, গত ১৮ ডিসেম্বর কাজ সম্পূর্ণ হলেও বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য ও সরাইটিকর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবু হাজরার নির্দেশে তাঁর রোড রোলারসহ কাজের যন্ত্রপাতি আটকে রাখা হয়েছে।
Published on: Dec 31, 2025 01:20 PM