
আবারও শিরোনামে লাভলি খাতুন। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহ সামনে আসার পর পঞ্চায়েত প্রধান পদ থেকে সরানো হয়েছিল। আরসেই লাভলিই নাকি নাম তুলে ফেলেছেন এসআইআর-এ! বিএলও-কে চাপ দিয়ে এনুমারেশন ফর্ম জমা করেছেন বিএলএ। উঠল এমনটাই অভিযোগ।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন লাভলি। অভিযোগ ওঠে, সব জাল নথি দিয়ে পরিচয়পত্র বানিয়ে ভোটে লড়েছিলেন লাভলি। এরপর সংশ্লিষ্ট পদ থেকে সরানো হয় তাঁকে। অভিযোগ, সেই লাভলির নাম তুলতে বিএলও-কে চাপ দেওয়া। এমনকী তাঁর আপত্তিও শোনা হয়নি। TV9 বাংলার যোগাযোগ করতেই সবটা বলে দিলেন বিএলও।
আবারও শিরোনামে লাভলি খাতুন। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহ সামনে আসার পর পঞ্চায়েত প্রধান পদ থেকে সরানো হয়েছিল। আরসেই লাভলিই নাকি নাম তুলে ফেলেছেন এসআইআর-এ! বিএলও-কে চাপ দিয়ে এনুমারেশন ফর্ম জমা করেছেন বিএলএ। উঠল এমনটাই অভিযোগ।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন লাভলি। অভিযোগ ওঠে, সব জাল নথি দিয়ে পরিচয়পত্র বানিয়ে ভোটে লড়েছিলেন লাভলি। এরপর সংশ্লিষ্ট পদ থেকে সরানো হয় তাঁকে। অভিযোগ, সেই লাভলির নাম তুলতে বিএলও-কে চাপ দেওয়া। এমনকী তাঁর আপত্তিও শোনা হয়নি। TV9 বাংলার যোগাযোগ করতেই সবটা বলে দিলেন বিএলও।