ভাঙড় আছে ভাঙড়েই, সংঘর্ষে জড়াল ISF-তৃণমূল, কেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 23, 2026 | 7:13 PM

এসআইআর-র শুনানির মধ্যেই ফের উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুর বুথের ঘটনা। অভিযোগ, SIR-র কাজ সম্পূর্ণ করার জন্য এক মহিলা স্থায়ী বাসিন্দার শংসাপত্র নিতে গিয়েছিলেন তৃণমূলের গ্রাম সদস্যের কাছে। অভিযোগ, ওই মহিলা আইএসএফ করেন বলে সই দিতে অস্বীকার করেন পঞ্চায়েত সদস্য। এরপরই আইএসএফ কর্মীরা পঞ্চায়েত সদস্য মিনাজ মোল্লার বাড়িতে গিয়ে চড়াও হন। তারপর দু'পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মিনাজ মোল্লা। পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের। তিনি বলেন, "আমার কাছে সই করতে এসেছিল। আমি সই করে দিই। সই হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বললে প্রতিবাদ করি। তারপরেই লোকজন নিয়ে এসে ঝামেলা করে।" ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ।

এসআইআর-র শুনানির মধ্যেই ফের উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুর বুথের ঘটনা। অভিযোগ, SIR-র কাজ সম্পূর্ণ করার জন্য এক মহিলা স্থায়ী বাসিন্দার শংসাপত্র নিতে গিয়েছিলেন তৃণমূলের গ্রাম সদস্যের কাছে। অভিযোগ, ওই মহিলা আইএসএফ করেন বলে সই দিতে অস্বীকার করেন পঞ্চায়েত সদস্য। এরপরই আইএসএফ কর্মীরা পঞ্চায়েত সদস্য মিনাজ মোল্লার বাড়িতে গিয়ে চড়াও হন। তারপর দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মিনাজ মোল্লা। পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের। তিনি বলেন, “আমার কাছে সই করতে এসেছিল। আমি সই করে দিই। সই হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বললে প্রতিবাদ করি। তারপরেই লোকজন নিয়ে এসে ঝামেলা করে।” ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ।