TMC News: ‘TMC: তৃণমূল কর্মীরা এখনও লাঠি ধরতে ভুলে যায়নি’, তৃণমূল নেতার হুংকার শুনুন
বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, “ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি।” একদম পরিষ্কার হুমকি দিলেন তিনি। তবে তৃণমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ, ইট মারলে পাটকেল খেতে হবে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এসআইআর-এর ফর্ম বিতরণ শুরু হয়েছে।
এসআইআর (SIR) নিয়ে টোটোয় করে দলীয় প্রচার করছিল তৃণমূল। আক্রমণ করা হচ্ছিল বিজেপি-কে। পরে বিজেপি বিধায়ক তার প্রতিবাদ করেন। এরপরই বাড়ির সামনে সভা করে বিধায়ককে নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, “ধমক চমক দেবেন না।
তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি।” একদম পরিষ্কার হুমকি দিলেন তিনি। তবে তৃণমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ, ইট মারলে পাটকেল খেতে হবে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এসআইআর-এর ফর্ম বিতরণ শুরু হয়েছে। আর এই আবহে এসআইআর নিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এসআইআর-এর নামে মানুষকে হয়রান করছে।
Published on: Nov 07, 2025 07:50 PM