শুভেন্দুর গাড়িতে ‘হামলা’-য় খোঁচা জয়প্রকাশের, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 11, 2026 | 5:11 PM

শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি পাশ করার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তার উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন কয়েকজন। তাঁরাই শুভেন্দুর গাড়িতে হামলা চালান বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ নিয়ে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "করদাতাদের অর্থে শুভেন্দু পর্যাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা পান। ৪০-৫০ জন থাকেন শুনেছি। ঢাল থাকে, তরোয়াল থাকে। আর ১০-১২ জন নিরস্ত্র লোক নাকি হামলা করেছে। এ চলতে পারে না।"

শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি পাশ করার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তার উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন কয়েকজন। তাঁরাই শুভেন্দুর গাড়িতে হামলা চালান বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ নিয়ে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “করদাতাদের অর্থে শুভেন্দু পর্যাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা পান। ৪০-৫০ জন থাকেন শুনেছি। ঢাল থাকে, তরোয়াল থাকে। আর ১০-১২ জন নিরস্ত্র লোক নাকি হামলা করেছে। এ চলতে পারে না।”