‘উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে’

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 31, 2025 | 4:01 PM

এসআইআর নিয়ে চাপানউতোরের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই নিয়ে এবার বিজেপি ও কমিশনকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "ভোট নির্বাচন কমিশন করাবে, বিজেপি নয়। অমিত শাহরা নির্বাচন কমিশনকে নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছে। উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। এর আগে নির্বাচন কমিশনকে নিজেদের দলের অংশ করা কেন্দ্রের কোনও দল করেনি। যখন ইচ্ছে ভোট করুন। একুশেও হেরে ফিরেছেন। ছাব্বিশেও হারবেন। নিশ্চিন্ত থাকতে পারেন। যখন খুশি ভোট করুন।"

এসআইআর নিয়ে চাপানউতোরের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই নিয়ে এবার বিজেপি ও কমিশনকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “ভোট নির্বাচন কমিশন করাবে, বিজেপি নয়। অমিত শাহরা নির্বাচন কমিশনকে নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছে। উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। এর আগে নির্বাচন কমিশনকে নিজেদের দলের অংশ করা কেন্দ্রের কোনও দল করেনি। যখন ইচ্ছে ভোট করুন। একুশেও হেরে ফিরেছেন। ছাব্বিশেও হারবেন। নিশ্চিন্ত থাকতে পারেন। যখন খুশি ভোট করুন।”