Humayun Kabir News: হুমায়ুনের গোটা বাড়ি ঘিরে রাখল পুলিশ, তুলে নিয়ে গেল ছেলেকে, কেন?
Humayun Kabir: জানা যাচ্ছে, রবীন তাঁর দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। সেই অভিযোগের জেরে আজ শক্তিনগরের পুলিশ আসে হুমায়ুনের বাড়িতে। তারপরই তুলে নিয়ে যায় তাঁর ছেলে রবীনকে। তিনি বলেন, "শক্তিপুর থানার পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার বাড়ি ঘিরে যদি কোন অশালীন কাজ করেন তাহলে আগামী বৃহস্পতিবার বহরমপুর জেলা পুলিশ অফিস ঘেরাও করে রাখব।"
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। বিধায়ক আগেই অভিযোগ করেছিলেন শক্তিনগর থানার পুলিশ তাঁর বাড়ি ঘিরে রেখেছে। আটক করা হয়েছে তাঁর ছেলে গোলাম নবি আজাদ ওরফে রবীনকে। জানা যাচ্ছে, রবীন তাঁর দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। সেই অভিযোগের জেরে আজ শক্তিনগরের পুলিশ আসে হুমায়ুনের বাড়িতে। তারপরই তুলে নিয়ে যায় তাঁর ছেলে রবীনকে। হুমায়ুন বলেন, “শক্তিপুর থানার পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার বাড়ি ঘিরে যদি কোন অশালীন কাজ করেন তাহলে আগামী বৃহস্পতিবার বহরমপুর জেলা পুলিশ অফিস ঘেরাও করে রাখব।”
Published on: Dec 28, 2025 02:27 PM