আজ থেকে ভোট ময়দানে অভিষেক, কী বার্তা দেবেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 02, 2026 | 10:11 AM

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে এসআইআর-কে ঘিরে রাজনৈতিক তরজা বাড়ছে। এই আবহে নতুন বছরের দ্বিতীয় দিনেই ভোট ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ (শুক্রবার) থেকে জেলা সফর শুরু করছেন তিনি। জনসভা, রোড শো, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন। প্রথমদিন তাঁর সভা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরের ফুলতলা সাগর সংঘের মাঠেও তৈরি করা হয়েছে ব়্যাম্প। কর্মী-সমর্থকদের কাছে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ১৪ বছরে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, কেন্দ্রের বঞ্চনা, এসআইআর হয়রানি নিয়েও তিনি সরব হবেন। প্রথম দিনের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর কী কী বার্তা দেন, সেটাই দেখার।

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে এসআইআর-কে ঘিরে রাজনৈতিক তরজা বাড়ছে। এই আবহে নতুন বছরের দ্বিতীয় দিনেই ভোট ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ (শুক্রবার) থেকে জেলা সফর শুরু করছেন তিনি। জনসভা, রোড শো, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন। প্রথমদিন তাঁর সভা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরের ফুলতলা সাগর সংঘের মাঠেও তৈরি করা হয়েছে ব়্যাম্প। কর্মী-সমর্থকদের কাছে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ১৪ বছরে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, কেন্দ্রের বঞ্চনা, এসআইআর হয়রানি নিয়েও তিনি সরব হবেন। প্রথম দিনের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর কী কী বার্তা দেন, সেটাই দেখার।