গেরুয়া পরা তিনজনকে পে লোডারে ফেলে দেওয়া হচ্ছে ওপারে, কেন এমন কার্টুন আঁকল তৃণমূল?
SIR in Bengal: এসআইআর (SIR) চালু হওয়ার পর থেকেই একের পর এক প্রশ্ন তুলেছে তৃণমূল। প্রশ্ন উঠেছে নেতাদের নাগরিকত্ব নিয়ে। এবার তিন নেতার ছবি এঁকে প্রচার করছে তৃণমূল। শাসক দলের দাবি, যারা এসআইআর করেছে, তাদের নামই নেই তালিকায়।
ভোট আসতে অনেক দেরী। তবে এসআইআর নিয়ে তপ্ত বাংলার রাজনীতি। এই চাপান উতোরের মাঝেই কার্টুন প্রকাশ করল তৃণমূল। বাঁকুড়ায় দেওয়ালে দেওয়ালে আঁকা হল সেই কার্টুন।
পে লোডারে করে ফেলে দেওয়া হচ্ছে গেরুয়া উত্তরীয় পরা তিনজনকে। সেই ছবি ঘিরেই তুমুল আলোচনা। তৃণমূলের দাবি, তিন নেতার ও তাঁদের বাবা-মায়ের নাম নেই ২০০২ সালের এসআইআরে। পে লোডারের চালকের আসনে বসানো হয়েছে অমিত শাহকে। বিজেপি এতে পাল্টা তোপ দেগেছে। মমতাবালা ও মধুপর্ণা ঠাকুরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। প্রচারে কার্টুনের ব্যবহার নতুন নয়। একসময় বামেরা নানারকমের কার্টুন এঁকে কংগ্রেসকে কটাক্ষ করে থাকত। আর এবার তৃণমূল সেই অস্ত্রই ব্যবহার করছে।