Anubrata Mondal News: বীরভূমে 'দখলরাজ', কেষ্ট 'ঘনিষ্ঠ'র বিরুদ্ধে পেট্রোলপাম্প দখলের অভিযোগ

Anubrata Mondal News: বীরভূমে ‘দখলরাজ’, কেষ্ট ‘ঘনিষ্ঠ’র বিরুদ্ধে পেট্রোলপাম্প দখলের অভিযোগ

আসাদ মল্লিক

|

Updated on: Aug 21, 2022 | 7:04 PM

Birbhum News: ২০১৮ সালে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউরি বলপূর্বক পাম্প দখল করেছেন। পাম্পকে নতুন করে সাজানোর জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে মেইল পাঠিয়েছেন বলে দাবি ব্যবসায়ীর।

বোলপুর: বোলপুরে অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা। অন্যদিকে তদন্তকারীদের নজরে এক কেষ্ট-সতীর্থ । ভয় দেখিয়ে আস্ত পেট্রোল পাম্প দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশ বাউরির বিরুদ্ধে। ইলামবাজারের এক পাম্প রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে এনেছেন এই নরেশ বাউরি, বর্ধমান শহরের ব্যবসায়ী অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এমনই!

পেট্রোল পাম্প দখল ইস্যুতে প্রাক্তন বিধায়কের নামে মামলা করেছেন ব্যবসায়ী। আর এরপরই নাকি মামলা তুলতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অরিন্দমবাবুর। এ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক প্রথমে কথা বলতে না চাইলেও পরে প্রতিক্রিয়া দেন। যদিও নরেশবাবুর স্ত্রী বর্তমান তৃণমূল কাউন্সিলর তাপসী বাউরির দাবি, “জবরদখল নয়, বৈধ উপায়েই পেট্রোল পাম্প কিনেছি আমরা।”

“জেলে ভরে দেব, তোমাকে খুন করে ফেলব। থানা-পুলিশ করেও কিছু করতে পারবে না, এমন হুমকি দিয়েছে ওরা”, জানালেন বর্ধমানের ব্যবসায়ী। অন্যদিকে TV9 বাংলাকে নরেশ বাউরি বলেন, “এর আগেও এমন কেস করেছে ওরা। এই মামলা বিচারাধীন”। তাপসী বাউরির সাফ প্রশ্ন, “উনি তো বোলপুরে আসেন বারবারই। খুন হয়েছেন?” রেজিস্ট্রি অফিসে আইনি উপায়ে ন্যায্য টাকা দিয়ে জমি কেনাবেচা হয়েছে বলে দাবি তাপসীর। “এখানে কেন অনুব্রত মণ্ডলের কথা উঠবে”, বিরক্তি তৃণমূল কাউন্সিলরের কণ্ঠে।

অভিযোগ, ২০১৮ সালে নরেশচন্দ্র বাউরি বলপূর্বক পাম্প দখল করেছেন। পাম্পকে নতুন করে সাজানোর জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে মেইল পাঠিয়েছেন বলে দাবি ব্যবসায়ীর। “যদি বিক্রিই করতে চাইব, তাহলে কেন সাজানোর জন্য সাহায্য চাইব”, প্রশ্ন ব্যবসায়ীর। প্রথমে ১০% শেয়ার চাইলেও নথিতে নাকি একটা শূন্য যোগ ১০০% শেয়ার দখল করে নিয়েছেন প্রাক্তন বিধায়ক, চাঞ্চল্যকর অভিযোগ ব্যবসায়ীর! “এ ধরনের অভিযোগ অনেক ক্ষেত্রেই সত্যি। আসলে তৃণমূলের দখলদারির পোস্টারবয় অনুব্রত। অপেক্ষা করলে এমন ঘটনা আরও বেরবে”, তোপ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।