Burdwan Free Ginger News: বাজারে যখন অগ্নিমূল্য আদা, বর্ধমানে আদা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 01, 2023 | 8:28 PM

সাতসকালে এই প্রস্তাব নিয়েই গৃহস্থের বাড়ির সামনে হাজির বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা। বাজারে যখন অগ্নিমূল্য আদার দাম তখনই আদা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে।তবে শর্ত একটাই, আপনার বাড়ির আবর্জনা পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে সঠিক ভাবে ভাগ করে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা ভাবে পৌরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেলতে হবে

Follow Us

আবর্জনা সঠিক ভাবে ভাগ করে ময়লাবাহী গাড়িতে দিন আর পরিবর্তে আদা নিন। সাতসকালে এই প্রস্তাব নিয়েই গৃহস্থের বাড়ির সামনে হাজির বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা। বাজারে যখন অগ্নিমূল্য আদার দাম তখনই আদা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে।তবে শর্ত একটাই, আপনার বাড়ির আবর্জনা পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে সঠিক ভাবে ভাগ করে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা ভাবে পৌরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেলতে হবে। সকাল সকাল এইরকম প্রস্তাব পেয়ে যারপরনায় খুব খুশি শহরের গৃহস্থ । বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলছে ওয়েস্ট ম্যানেজমেন্টের পাইলট প্রজেক্ট । তারই অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয় বুধবার । বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলার জন্য সচেতনতা প্রচারের উদ্দেশ্যে সাধারণ মানুষকে আবর্জনা ফেলার বিষয়ে উৎসাহিত করার জন্যই এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান কাউন্সিলর সুমিত কুমার শর্মা। তিনি জানান,
মোট ৪০ টি বাড়িতে বুধবার ৩০০ গ্রাম করে আদা উপহার দেওয়া হয়। উদাহরণ স্বরূপ, ভবিষ্যতে নানা রকম ভাবে উদ্যোগ নিয়ে এই ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ করা হবে। সকাল সকাল আবর্জনার বদলে আদা উপহারে পেয়ে খুশি এলাকার মানুষজন। তারা বলেন এই আকাশছোঁয়া বাজারে সামান্য হলেও এই আদার উপহার হেঁশেলে খানিকটা হলেও বোঝা কমালো।

আবর্জনা সঠিক ভাবে ভাগ করে ময়লাবাহী গাড়িতে দিন আর পরিবর্তে আদা নিন। সাতসকালে এই প্রস্তাব নিয়েই গৃহস্থের বাড়ির সামনে হাজির বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা। বাজারে যখন অগ্নিমূল্য আদার দাম তখনই আদা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে।তবে শর্ত একটাই, আপনার বাড়ির আবর্জনা পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে সঠিক ভাবে ভাগ করে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা ভাবে পৌরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেলতে হবে। সকাল সকাল এইরকম প্রস্তাব পেয়ে যারপরনায় খুব খুশি শহরের গৃহস্থ । বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলছে ওয়েস্ট ম্যানেজমেন্টের পাইলট প্রজেক্ট । তারই অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয় বুধবার । বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলার জন্য সচেতনতা প্রচারের উদ্দেশ্যে সাধারণ মানুষকে আবর্জনা ফেলার বিষয়ে উৎসাহিত করার জন্যই এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান কাউন্সিলর সুমিত কুমার শর্মা। তিনি জানান,
মোট ৪০ টি বাড়িতে বুধবার ৩০০ গ্রাম করে আদা উপহার দেওয়া হয়। উদাহরণ স্বরূপ, ভবিষ্যতে নানা রকম ভাবে উদ্যোগ নিয়ে এই ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ করা হবে। সকাল সকাল আবর্জনার বদলে আদা উপহারে পেয়ে খুশি এলাকার মানুষজন। তারা বলেন এই আকাশছোঁয়া বাজারে সামান্য হলেও এই আদার উপহার হেঁশেলে খানিকটা হলেও বোঝা কমালো।

Next Video