The Kerala Story Controversy: সিনেমা এভাবে বন্ধ করা উচিত নয়, বিস্ফোরক বনি

The Kerala Story Controversy: ‘সিনেমা এভাবে বন্ধ করা উচিত নয়’, বিস্ফোরক বনি

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 17, 2023 | 9:48 PM

একাধিক টলিউড স্টার ও রাজনীতিবিদের বিতর্কিত মন্তব্যের পর এবার ‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় নিষিদ্ধ প্রসঙ্গে মুখ খুললেন বনি সেনগুপ্ত। বললেন, 'কোনও সিনেমা এভাবে বন্ধ করা উচিত নয়। সিনেমায় সব রকম জিনিস দেখানো যায়। সেন্ট্রাল বোর্ড পাশ করার পরেও ছায়াছবি সম্প্রচার বন্ধ করা যায় না'।

সুপ্রিমকোর্টকে উত্তর
রাজ্যে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরের দিনই ছবিটিতে নিষেধাজ্ঞা তোলার আর্জিতে শীর্ষ আদালতে যান নির্মাতারা। সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকা সত্ত্বেও বাংলায় কেন দেখানো হবে না এই ছবি? প্রশ্ন ছিল নির্মাতাদের। পরবর্তী শুনানির আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ছবি পক্ষপাতদুষ্ট। এখানে তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনতে পারে।

বিস্ফোরক এবার বনি
একাধিক টলিউড স্টার ও রাজনীতিবিদের বিতর্কিত মন্তব্যের পর এবার ‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় নিষিদ্ধ প্রসঙ্গে মুখ খুললেন বনি সেনগুপ্ত। বললেন, ‘কোনও সিনেমা এভাবে বন্ধ করা উচিত নয়। সিনেমায় সব রকম জিনিস দেখানো যায়। সেন্ট্রাল বোর্ড পাশ করার পরেও ছায়াছবি সম্প্রচার বন্ধ করা যায় না’।

গর্জে উঠলেন আদাহ
বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। গত ৫ মে মুক্তি পেয়েছে এই ছবি। তারপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ‘দ্য কেরালা স্টোরি’। বিতর্কের মাঝেই ছবি প্রসঙ্গে মুখ খুললেন ছবির মূল চরিত্র আদাহ শর্মা ওরফে শালিনী উন্নিকৃষ্ণণ। তাঁর বক্তব্য এই ছবি মোটেই ইসলামবিরোধী নয়।

১২ দিনে বাজিমাত
‘দ্য কেরালা স্টোরি’ ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে এই ছবি। বক্স অফিসে ঝড় তুলেছে প্রথম দিন থেকেই, প্রথম তিন দিনে আয় ছিল ৩০ কোটি, ৯ দিনের মাথায় তা পেরিয়েছে ১০০ কোটি, এবার ১২ দিনের মাথায় ছবি ঘরে তুলল ১৫০ কোটি টাকা।

মন্নতে মার্কিন রাষ্ট্রদূত
সদ্য ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন এরিক মাইকেল গারসেটি। এরই মধ্যে শাহরুখ খানের বাড়িতে দেখা গেল তাঁকে। বাদশাহ সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এরিক লেখেন, “আমার কি বলিউডে পা রাখার সময় হয়ে গিয়েছে?” এছাড়াও বিশ্ব দরবারে বলিউডের সাংস্কৃতিক প্রভাব নিয়েও কিং খানের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

চরম ট্রোল্ড আরাধ্যা
সব সময়ের মায়ের সঙ্গে মেয়ে, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় আরাধ্যাকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ছবি-ভিডিয়ো। এবার এই প্রসঙ্গেও কটাক্ষ করতে পিছপা হল না নেটিজ়েনরা। স্পষ্ট ঐশ্বর্যের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, আরাধ্যা স্কুলে যায় না? অন্যান্য কিছু করে না? সব সময় মায়ের সঙ্গে থাকে?

প্রশংসিত রশ্মিকা
সকলের নজরে এবার প্রশংসিত দক্ষিণী স্টার রশ্মিকা মন্দানা। ভিড়ের মাঝেও ভক্তের সম্মান করলেন তিনি। প্রকাশ্যে তাঁকে দেখে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। বডিগার্ডরা বাধ্য হয়েই সকলকে সরিয়ে দিতে ছিলেন মরিয়া। এরই মাঝে রশ্মিকা লক্ষ্য করেন এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছেন। তিনি তাঁকে কাছে ডেকে নিয়ে ছবি দেন। তাতেই মুগ্ধ নেটপাড়া।

মিষ্টির ব্যাচেলর পার্টি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসবেন আলতা ফড়িং খ্যাত অভিনেত্রী মিষ্টি সিং। স্কুলবেলার প্রেমিক রেমো দাসের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন তিনি। ১৮ মে বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। সোমবার রাতে মিষ্টির ব্যাচেলরেট পার্টির আয়োজন করেছিলেন বন্ধু তৃণা সাহা। ঘনিষ্ঠ কয়েকজন মিলে জমে উঠেছিল মিষ্টির ব্যাচেলর পার্টি।

চরম ট্রোল্ড সন্দীপ্তা
পাহাড়ে গিয়ে ভিডিয়ো তুলে সোশ্যাল পোস্ট সন্দীপ্তা সেনের। হটপ্যান্ট পরে জলে পা দিতেই ঠাণ্ডায় চিৎকার করে উঠলেন। আর তা দেখেই হাসির রোল নেটপাড়া। প্রশ্ন, এতই যদি ঠাণ্ডা তবে হটপ্যান্ট কেন?