Mimi Chakraborty: ‘দয়া করে থেকে যাও…’, কাকে বললেন মিমি?
হঠাৎ কী হল মিমি চক্রবর্তীর? কেন মন খারাপ তাঁর? শীত যাচ্ছে চলে। আবহাওয়ার খানিক পরিবর্তন হতেই তাই মন ভাঙল অভিনেত্রীর। মাত্র কয়েকদিনের অতিথি ‘শীত’-এর এবার চলে যাওয়ার পালা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাই মিমি লিখলেন, 'শীত, দয়া করে থেকে যাও...'।
বড় চমক
এবার পর্দায় ত্রিকোণ প্রেমের গল্প। নেপথ্য সঞ্জয়লীলা ভনসালী। বুধবার পরিচালক ঘোষণা করলেন, আসতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। যেখানে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে অভিনয় করতে দেখা যাবে। ২০২৫ সালের বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবি। ‘ব্রক্ষ্মাস্ত্র’য় রণবীর-আলিয়া; কিংবা ‘রাজনীতি’, ‘জগ্গা জাসুস’-এ রণবীর-ক্যাটরিনার রোম্যান্সের পর, এবার ভিকি-আলিয়া জুটি নিয়ে উৎসাহী পরিচালক।
প্রেম করছেন কঙ্গনা
প্রেম করছেন কঙ্গনা রানাওয়াত? বেশ কিছুদিন ধরেই চর্চা ছিল তুঙ্গে। উঠে এসেছিল EaseMyTrip-এর সিইও বিবাহিত নিশান্ত পিট্টির নাম। তবে এই জল্পনা সত্যি নয়। এবার সমস্ত গসিপে জল ঢেলে কঙ্গনা বললেন, ”উনি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। কেউ ছবি শেয়ার করা মানেই সম্পর্ক নয়। আমি সম্পর্কে আছে, তবে অন্য কারও সঙ্গে।”
বিপাকে ‘ফাইটার’
মুক্তির আগেই মহা বিপত্তিতে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ছবি ‘ফাইটার’। মধ্যপ্রাচ্যে ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হল। ছবিতে থাকা বেশ কিছু অংশ নিয়ে ওঠে আপত্তি, যেখানে পাকিস্তান-যোগ বর্তমান। আর তার জেরেই এবার কপালে চিন্তার ভাঁজ, বক্স অফিসে বেশ বড় ধাক্কা খেতে হতে পারে এই ছবিকে। এখন দেখার এ বছরের প্রথম বিগ রিলিজ় গত বছরের ‘পাঠান’ স্মৃতি ফেরাতে পারে কি না!
বড় ধাক্কা
ছবি জুড়ে ভরপুর বাংলা ও বাঙালির উপস্থিতি সত্ত্বেও কেন ময়দানে নেই অজয় দেবগণের ছবি ‘ময়দান’? উঠছে প্রশ্ন। করোনার জেরে মুক্তি পাইনি এই ছবি। তারপর ৫ বছরের অপেক্ষা। অবশেষে এল মুক্তির দিন। চলতি বছরে ঈদে অর্থাৎ এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। যদিও ফুটবল নিয়ে একগুচ্ছ বাংলা ও বাঙালি যোগ থাকলেও, ছবি মুক্তি পাচ্ছে না বাংলায়। তবে কেন পোস্টার মুক্তি পেল, বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।
আক্ষেপ ‘রাম’-এর
ছোটপর্দার জনপ্রিয় রাম অরুণ গোভিল। রামমন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় নিমন্ত্রণ পেয়ে অযোধ্যায় উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু ফেরার পথে গলায় শোনা গেল আক্ষেপের সুর। তিনি বললেন, “এখানে এসে ভাল লাগল ঠিকই, তবে রামেরই দর্শন পেলাম না।” মন্তব্য শুনেই নেটিজ়েনদের প্রশ্ন, রাম মন্দিরে যেতে পারলেন না খোদ রামই?
চোখে জল মালাইকার
‘ঝলক দিখলা যা’, ডান্স রিয়্যালিটি শোয়ের অন্যতম বিচারক মালাইকা আরোরা। এক প্রতিযোগীর কষ্টের কথা শুনে হাউহাউ করে কেঁদে ফেললেন। একটা সময় একটি ভাড়ার ঘরে সকলে মিলে থাকতেন মালাইকারা। তখন থেকে তাঁর লড়াই শুরু। প্রতিযোগীর কথায়, সবটা মনে পড়ে যায় বলিউড ডিভার। চোখের কোল আসে ভিজে।
বিতর্কে সারা
বরাবরি শিব-ভক্ত সারা আলি খান। তাই সুযোগ পেলেই শিবলিঙ্গে পুজো দিয়ে থাকেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। তবে নেটিজ়েনদের একাধিক ক্রমাগত তাঁকে ধর্ম নিয়ে আক্রমণ করে চলেছেন। সারা উত্তর দিলেও বন্ধ হচ্ছে না নিন্দুকদের মুখ। এবার সারা জ্যোতির্লিঙ্গে পুজো দিতেই উঠল প্রশ্ন, অধিকাংশ মুসলিম সেলেব কেন মূর্তি পুজো করেন?
নাইসার পাশে কাজল
আন্তর্জাতিক কন্যা দিবসে মেয়ের পাশে কাজল। না, কেবল নিজের মেয়ে নাইসা দেবগণের পাশে নয়, বরং প্রতিটি মেয়ের হয়ে আবেদন করলেন অভিনেত্রী। সকলের উদ্দেশে বললেন, “মেয়েদের এতটাই শক্ত ও পরিপূর্ণ করে তুলতে হবে, যাতে এই পৃথিবীতে তাঁরা লড়তে পারে; নিজের পাশে দাঁড়াতে পারে। আর এই কাজ আমাদের একযোগে করতে হবে।”
মন খারাপ মিমির?
হঠাৎ কী হল মিমি চক্রবর্তীর? কেন মন খারাপ তাঁর? শীত যাচ্ছে চলে। আবহাওয়ার খানিক পরিবর্তন হতেই তাই মন ভাঙল অভিনেত্রীর। মাত্র কয়েকদিনের অতিথি ‘শীত’-এর এবার চলে যাওয়ার পালা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাই মিমি লিখলেন, ‘শীত, দয়া করে থেকে যাও…’।