Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: একটা মৃত্যু আর তাতেই টলে গিয়েছিল ঘোষ পরিবার! কী ঘটে?

Saayoni Ghosh: একটা মৃত্যু আর তাতেই টলে গিয়েছিল ঘোষ পরিবার! কী ঘটে?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 07, 2024 | 11:03 PM

Tollywood News: একটা মৃত্যু আর তাতেই টলে গিয়েছিল ঘোষ পরিবার। সায়নীর দাদা সুমন জন্ম থেকেই কনজেনিটাল হার্ট ডিজিজে আক্রান্ত ছিলেন। ভীষণ ক্রিটিকাল দ্বিতীয় হার্ট সার্জারির পর ৯ দিন ধরে বেঙ্গালুরুর এক হাসপাতালে রাখা হয়েছিল তাঁকে। দীর্ঘ যুদ্ধের পর প্রয়াত হন তিনি...

‘চাকরি গেল চাকরি দেব’

সদ্য বিজয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সেই সিআইএসএফ মহিলা জওয়ানকে। দায়ের হয়েছে এফআইআরও। এবার তাঁর পাশে দাঁড়ালেন জনপ্রিয় বলিউড তারকা তথা সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি। একই সঙ্গে ওই মহিলার যদি চাকরি চলে যায় তবে পাল্টা চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তিনি।

কী শাস্তি?
কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগে কুলবিন্দর কৌর নামক ওই সিআইএসএফ জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছেন। নেওয়া হয়েছে পুলিশি হেফাজতেও। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। একইসঙ্গে সিআইএসএফের তরফে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

 

স্বাধীনতা দিবসে আসছে জনের ছবি
‘বেদা’ ছবির মুক্তির তারিখ ঠিক হয়ে গিয়েছে। ২০২৪ সালের স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ অগাস্ট মুক্তি পাবে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম এবং শর্বরী ওয়াঘ। ওই একই দিনে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্যা রুল’।

কবে থেকে প্রেম করছেন ইমরান
অবন্তিকা মালিকের সঙ্গে বিয়ে ভাঙার পর টানা ৫ বছর সিঙ্গল ছিলেন অভিনেতা ইমরান খান। তারপর তিনি সম্পর্কে জড়ান অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে। অভিনেতা জানিয়েছেন, করোনার সময় থেকে সঙ্গে আছেন লেখা এবং তিনি। তারপর তাঁরা লিভ টুগেদারে আছেন। খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে থাকতে শুরু করবেন তাঁরা।

রেকর্ড ভাঙবে ‘সিঙ্গম এগেন’
তৈরি হচ্ছে সিঙ্গম ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবি ‘সিঙ্গম এগেন’। ছবিতে অজয় দেবগণের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ট্রেড এক্সপার্টরা বলছেন, এই ছবি সব রেকর্ড ভেঙে দেবে বক্সঅফিসের।

নতুন লুকে বাজিমাত সানি
নতুন লুকে বাজিমাত করছেন অভিনেতা সানি দেওল। কালো চশমা পরা ছবি পোস্ট করেছেন সানি। মাথায় তাঁর টুপি, শার্টলেস। এই ছবি পোস্ট হতেই অনুরাগীরা বাহবা দিচ্ছেন সানিকে। মন্তব্য এসেছে, এই লুকেও এত হট তিনি।

ছেলের প্রশংসায় বিবেকের বাবা
বলিউড অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক ওবেরয়। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সলমন খানের চক্ষুশূল হয়েছিলেন তিনি। বিবেক কিন্তু সেই সময় ভেঙে পড়েননি। ছেলের এই শক্ত মন দেখে তাঁকে সম্প্রতি বাহবা জানিয়েছেন সুরেশ।

বড় সিদ্ধান্ত
দীর্ঘ ৩০ বছরের কেরিয়ার তাঁর। অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে কে না চেনেন? সেই পুষ্পিতা মুখোপাধ্যায়ই বিগত বেশ কয়েক বছর ধরে ছেলেকে নিয়ে ছিলেন জেরবার। কারণ একটাই ফোনের গেমে অতিরিক্ত আসক্ত তাঁর ছেলে। কিছুতেই বাগে আনতে পারছিলেন না তাঁকে। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এসে কেঁদে ফেলেছিলেন তিনি। এবার সেই ছেলেকে নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন পুষ্পিতা। না, আর নিজের কাছে রাখা নয়, ছেলেকে সোজা পাঠিয়ে দিলেন দিল্লিতে। সেখানেই হস্টেলে থেকে পড়াশোনা করবে সে।

কেন ঈশ্বরে বিশ্বাস টলে সায়নীর?
একটা মৃত্যু আর তাতেই টলে গিয়েছিল ঘোষ পরিবার। সায়নীর দাদা সুমন জন্ম থেকেই কনজেনিটাল হার্ট ডিজিজে আক্রান্ত ছিলেন। ভীষণ ক্রিটিকাল দ্বিতীয় হার্ট সার্জারির পর ৯ দিন ধরে বেঙ্গালুরুর এক হাসপাতালে রাখা হয়েছিল তাঁকে। দীর্ঘ যুদ্ধের পর প্রয়াত হন তিনি সায়নীর কথায়,”এই ঘটনার পর ঈশ্বরে বিশ্বাস অনেক নড়ে গেছিল, মা সব ঠাকুরের ছবি সরিয়ে দিয়েছিল, দাদার দেহের পাশে বাবাকে দেখেছিলাম ৩০ বছর পুরোনো মা কালির মূর্তি , যাকে না খাইয়ে বাবা অন্ন গ্রহণ করতেন না, মাটিতে মেরে একশো টুকরো করে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আজ থেকে আমার ছেলেও নেই, আমার মা ও নেই!”