Sreelekha Mitra News: মাথা ভর্তি সিঁদুর, শ্রীলেখা কি বিয়ে করেছেন আবারও?

Sreelekha Mitra News: মাথা ভর্তি সিঁদুর, শ্রীলেখা কি বিয়ে করেছেন আবারও?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Oct 27, 2023 | 11:08 PM

Sreelekha Mitra: শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে বিদেশ থেকে উড়ে এসেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। ওদিকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ প্রদর্শিত হবে সেখানে। সেই কারণেই মায়ানগরীতে উড়ে যাওয়া তাঁর। কিন্তু এ কী! শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর। তবে কি নতুন খবর? না, শ্রীলেখার কথায়, "আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। ওঠেনি।"

ছাপিয়ে গেলেন সৌরভকেও

বাংলার গর্ব অরিজিৎ সিং। এবার বাংলা থেকে সর্বোচ্চ করদাতাদের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নিলেন গায়ক। ছাপিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দেওয়া তথ্য বলছে ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি টাকা আয়কর বাবদ আয় হয়েছে কেন্দ্র সরকারের। এই তালিকায় চার নম্বরে রয়েছেন অরিজিৎ। তাঁর দেওয়া আয়করে পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা। সৌরভের ক্ষেত্রে সেই অঙ্কটি ১১ কোটি টাকা।

এগিয়ে রইলেন কোয়েল

সেয়ানে সেয়ানে কোলাকুলি নাকি একেবারে বোল্ড আউট— এবারে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই চ্যানেলের মহালয়ার রিপোর্ট কার্ডের দিকে বহুদিন ধরেই নজর ছিলেন উৎসুক জনতার। অবশেষ রেজাল্ট সামনে। টিআরপির রিপোর্ট বলছে স্টার জলসার মহালয়া পেয়েছে ৫.৫৮। অন্যদিকে জি-বাংলার মহালয়ার কপালে জুটেছে ৪.২৬। কোয়েলের কাছে হার মেনেছে অঙ্কিতা-দিতিপ্রিয়ারা।

দ্বিতীয় বিয়ে শ্রীলেখার?

শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে বিদেশ থেকে উড়ে এসেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। ওদিকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ প্রদর্শিত হবে সেখানে। সেই কারণেই মায়ানগরীতে উড়ে যাওয়া তাঁর। কিন্তু এ কী! শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর। তবে কি নতুন খবর? না, শ্রীলেখার কথায়, “আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। ওঠেনি।”

টেলিপাড়ার নতুন প্রেম
টিআরপি তালিকায় তাঁরা চরম প্রতিদ্বন্দ্বী। প্রতিযোগী চ্যানেলের একজন নায়িকা, অন্যজন পরিচালকের। কিন্তু প্রেম কি আর এত বারণ মানে? বোঝে এত হিসেব-নিকেশ? ‘খেলনাবাড়ি’-এর অলকা অর্থাৎ পিয়ালি শাসমলকে অনেকেই চেনেন। তিনিই ‘হরগৌরী পাইস হোটেল’এর পরিচালক পাভেল ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই মুহূর্তে চুটিয়ে চলছে প্রেম। টলিগঞ্জের অন্দরে নেমেছে অকাল বসন্ত।

হাসপাতালে সায়ন্তনী

পুজোর শুরুটা ভালই হয়েছিল। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সায়ন্তনী। কিন্তু তাল কাটল দশমীর রাতে। গভীর জ্বরে আক্রান্ত হতেই সায়ন্তনী গুহ ঠাকুরতাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ডেঙ্গি রিপোর্ট পজেটিভ এসেছে তাঁর। জ্বর কমছে না কিছুতেই। শরীরেও কান্তি রয়েছে।

 

টিআরপিতে এগিয়ে কে?

পুজোর মরসুমে প্রায় সব ধারাবাহিকেরই এই সপ্তাহে এক ধাক্কায় নম্বর কমেছে। প্রথম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী নয়, উঠে এসেছে নিম ফুলের মধু। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ও ফুলকি।

 

 

বিপাকে প্রিয়াঙ্কা
মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বেশ কিছু সময় পর দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি দেশে ফিরতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। যেভাবে তাঁর উপর চড়াও হন ফটোশিকারীর দল তাতে বিপাকে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতেই নায়িকার ভক্তরা ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের একটাই প্রশ্ন, “এ কেমন ব্যবহার”?

 

বিরক্ত আতিফ
মঞ্চে গান গাইতে উঠেছিলেন আতিফ আসলাম! কিন্তু গান গাইতে উঠে এভাবে যে অপদস্থ হতে হবে তাঁকে, তা বোধহয় নিজেও ভাবেননি তিনি। গায়ক যখন পুরোদমে উৎসাহ নিয়ে গান গাইছেন, ঠিক তখনই তাঁর দিকে উড়ে এল টাকার ফোয়ারা। প্রথমে হতবাক হয়ে গেলেও পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ওই ব্যক্তির উদ্দেশে আতিফ বলেন, “এক কাজ করুন। এই টাকাগুলো দান করুন। এভাবে পয়সা নষ্ট করবেন না।”

 

অসুস্থ হিনা খান

দিন কয়েক আগেই অভিনেত্রী হিনা খান অভিযোগ করেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বই তার বাসযোগ্যতা হারাচ্ছে। এ বার হঠাৎই হাসপাতালে ভর্তি করাতে হল তাঁকে। হাতে স্যালাইনের চ্যানেল করা একটি ছবি পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। যদিও কী কারণে তিনি অসুস্থ সে খবর খোলসা করেননি হিনা।

Published on: Oct 27, 2023 11:07 PM