Tollywood News: খারাপ হয়েছে কিডনি, বাসন্তী চট্টোপাধ্যায়ের পাশে গাড়িচালক

আইসিইউতে ভর্তি প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। অবস্থা বেশ গুরুতর। মাঝে কোমায় চলে গিয়েছিলেন। বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। জানা গিয়েছে, বর্তমানে এই বর্ষীয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই পরিবার। অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর চালক।

Tollywood News: খারাপ হয়েছে কিডনি, বাসন্তী চট্টোপাধ্যায়ের পাশে গাড়িচালক
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 11:38 PM

অসুস্থ বাসন্তীদেবী
আইসিইউতে ভর্তি প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। অবস্থা বেশ গুরুতর। মাঝে কোমায় চলে গিয়েছিলেন। বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। জানা গিয়েছে, বর্তমানে এই বর্ষীয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই পরিবার। অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর চালক।

ছোট পর্দায় সৃজলা
‘মন ফাগুন’ ধারাবাহিক দিয়ে মেগা-সিরিয়ালের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। মাঝে কাজ করছিলেন ওয়েব সিরিজে। ফের একবার সিরিয়ালে সৃজলা গুহ। ‘কথা’ ধারাবাহিকে এক বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি। এই সিরিয়ালে তিনি অভিনয় করবেন এক Talk Show সঞ্চালক হিসেবে।

সম্মানিত ‘দাদাগিরি’
দীর্ঘদিন ধরে দর্শকদের দরবারে জনপ্রিয় শো ‘দাদাগিরি’। এবার এই শো’কে সম্মান জানাল ভারত সরকারের ডাক বিভাগ। প্রকাশ্যে এল ‘দাদাগিরি’র স্ট্যাম্প। দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার হেড সম্রাট ঘোষের উপস্থিতিতে এই স্ট্যাম্প রিলিজ করা হল সম্প্রতি।

স্মৃতির পাতায় ঐশ্বর্য
ননদ শ্বেতা বচ্চনকে নাকি জন্মদিনে শুভেচ্ছা জানাননি ঐশ্বর্য রাই বচ্চন—এ নিয়ে সোশ্যাল মিডিয়া যখন সরগরম, তখনই হাজির বচ্চনবধূ। বাবার মৃত্যুদিনে স্মৃতির পাতায় ভাসলেন তিনি। ছবি শেয়ার করলেন মা, মেয়ে ও বাবার সঙ্গে। কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করলেন, তিনি কি সত্যিই বচ্চন পরিবার ছেড়ে মায়ের কাছে থাকছেন?

শ্বশুরবাড়ির জন্য …
সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী কৃতি খারবান্দা। দীর্ঘদিনের প্রেমিক পুলকিত সম্রাট তাঁর স্বামী। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথা মেনে প্রথম দিনে তিনি কী রান্না করলেন জানেন? ভালবেসে বানালেন হালুয়া। সেই ছবিও শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

দিশাকে অপমান!
বিচ্ছেদ হয়েছে বছর দুয়েক আগেই। আজও কি প্রাক্তন প্রেমিকা দিশা পাটানির জন্য মনের মধ্যে রাগ পুশে রেখেছেন টাইগার শ্রফ? এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেভাবে তিনি এড়িয়ে গেলেন দিশাকে, ডাকে সাড়া না দিয়ে চলে গেলেন অন্য দিকে, তা দেখে এমনটাই মনে করছেন ওঁদের ভক্তরা।

বিবাহ বিচ্ছেদের কারণ সলমন?
রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কিছু মাস। বর্তমানে আবারও বিয়ে করেছেন আদিল। অবশেষে বিচ্ছেদের গোপন কারণ সামনে আনলেন রাখি। আদিল নাকি তাঁকে শর্ত দিয়েছিলেন, সলমনের সঙ্গে দেখা করিয়ে না দিলে ডিভোর্স দিয়ে দেবেন। সেটাই নাকি সত্যি হয়।

শাহরুখের মহাভারত
বলিউডে এখন চর্চার কেন্দ্রে রণবীর কাপুরের ‘রামায়ণ’। তারই মাঝে এবার ‘মহাভারত’ নিয়ে তোলপাড় নেটপাড়া। শাহরুখ খানের স্বপ্নের প্রজেক্ট। এক সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন, তিনি যদি পারেন, কোনওদিন ‘মহাভারত’ বানাবেন, আর তা হবে ‘বাহুবলী’র থেকেও বড় স্কেলে। সেই পুরনো ভিডিয়ো ঘিরে জল্পনা তুঙ্গে, তবে কি এবার ‘মহাভারত’ নিয়ে বাজিমাতের পালা কিং-এর?

বিপত্তিতে ‘ক্রু’
কমেডি এবং থ্রিলারে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু। আগামী ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ক্রু’। এই ছবিতেই প্রথমবার এই তিন অভিনেত্রীকে একসঙ্গে দেখা যেতে চলেছে। তবে মুক্তির আগেই সেন্সরের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল একাধিক সংলাপ।

Follow Us: