Kabir Suman: ‘ভাল নেই’ কবীর সুমন, হাসপাতাল সূত্রে কী জানা যাচ্ছে?
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক-গীতিকার-সুরকার কবীর সুমন। সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এ দিন দুপুরে আচমকাই শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয় তাঁর। এক মুহূর্ত দেরি না করেই তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লক-এ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে।
গুরুতর অসুস্থ কবীর সুমন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক-গীতিকার-সুরকার কবীর সুমন। সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এ দিন দুপুরে আচমকাই শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয় তাঁর। এক মুহূর্ত দেরি না করেই তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লক-এ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে।
ভাইরাল রণবীর-আলিয়া
৬৯তম ফিল্মফেয়ার-এর মঞ্চে রাজ করলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেল জুটি। আর সেই সেলিব্রেশনের মাঝেই মাথায় গ্লাস নিয়ে ‘জামাল কুদু’তে মাতলেন আলিয়া-রণবীর। সেই ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল।
মেজাজ হারালেন ভক্তরা
এই নিয়ে দু’বার একই ঘটনা ঘটতে দেখা গেল আলিয়া ভাটের সঙ্গে। আলিয়া ভাটকে দেখা মাত্রই পাপারাৎজিরা ডাকতে শুরু করছেন ‘আলুজি’ বলে বা ‘আলু’ বলে। ফিল্মফেয়ারের রেডকার্পেটেও একই ছবি ধরা পড়ল। আর তাতেই মেজাজ হারিয়ে আলিয়া ভক্তরা সরব, প্যাপদের চোখ রাঙিয়ে বললেন: ভদ্রভাবে ব্যবহার করুন।
এ কী কাণ্ড?
৬৯তম ফিল্মফেয়ারের রেড কার্পেটে পা রাখতেই ঘটল অঘটন। কার্তিক আরিয়ানকে দেখার জন্য দু’ধারে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। হঠাৎ ভক্তদের একটু কাছাকাছি চলে যেতেই ব্যরিকেড ভেঙে পড়ে গেলেন অনেকে। দেহরক্ষী থেকে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কার্তিককে ঘিরে ভক্তদের এই উত্তেজনার ছবি সামনে আসতেই ‘শেহজাদা’কে নিয়ে চর্চা তুঙ্গে।
নামের গেরো
অনেকেই আশা করেছিলেন বিগবসের এই সিজনে বিজয়ী হবেন অভিষেক কুমার। তবে দ্বিতীয় স্থানে খেলা শেষ করেছেন তিনি। প্রথম মুনাওয়ার ফারুকি। আর তা দেখেই বিগবস ওটিটির দ্বিতীয় স্থানাধিকারী অভিষেক মালহান ওরফে ফুকরা ইনসানের খোঁচা, “সলমনের সামনে কি আর অভিষেক নামের কেউ প্রথম হতে পারে?”
বিগবসে বিজয়ী কে?
টানটান উত্তেজনার সঙ্গে শেষ হল বিগবসের ১৭তম সিজন। এই সিজনে বিজয়ী হলেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অভিষেক কুমার ও মানারা চোপড়া। সবাইকে চমকে দিয়ে অঙ্কিতা লোখন্ডে খেলা শেষ করলেন চতুর্থ স্থানে।
বাংলা ছবি ‘পারিয়া’র ট্রেলার দেখলেন ববি
বাঙালি অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের আসন্ন বাংলা ছবি ‘পারিয়া’র ট্রেলার দেখলেন বলিউড অভিনেতা ববি দেওল। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে ছবির নায়ক বিক্রম চট্টোপাধ্যায়কে ‘অল দ্য বেস্ট’ বলেছেন তিনি। ‘অ্যানিম্যাল’খ্য়াত অভিনেতা ববির থেকে শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত বিক্রম।
কাকে বই উৎসর্গ অনুপমের?
চলতি কলকাতা বইমেলায় দেদার বিকোচ্ছে গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়ের সদ্য প্রকাশিত গল্পের বই ‘বিনয়ের ব্রহ্মদর্শন’। বইটি অনুপম উৎসর্গ করেছেন তিস্তানকে। কে সে? অনুপম জানিয়েছেন, তিস্তান তাঁর পুরনো বাড়ির নাম। এছাড়াও ২০১২ সালে প্রকাশিত ‘দূরবূনে চোখ রাখব না’ অ্যালবামে অনুপমেরই গাওয়া একটি গান ‘তিস্তান’।
ভুতুর বিয়ে?
টেলিভিশনের পর্দায় ছোট্ট ভূত ভুতুর চরিত্রে অভিনয় করে আরশিয়া মুখোপাধ্যায়। এখন সে অনেকটাই বড় হয়েছে। লেখাপড়া করছে। গানের হলুদ লাগিয়ে বিয়ে বাড়ি থেকে ছবি পোস্ট করেছেন। তাতেই নেটিজ়েনদের একটা বড় অংশ মনে করেছে, ভুতুর নিয়ে। এই নিয়ে ভুতু আরশিয়ার কোনও মন্তব্য নেই।