Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood News: দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস

Tollywood News: দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jan 05, 2024 | 10:04 PM

Tollywood News: দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। কবে তাঁদের বিয়ে? এ নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা। সূত্র জানাচ্ছে, আগামী বছরের অর্থাৎ ২০২৫-এর ১৯ জানুয়ারি এক হবে চার হাত। এখন থেকেই নাকি চলছে জোর প্রস্তুতি।

রাজনীতিতে মনোজ?
রাজনীতিতে নাকি আসতে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই তা সকলের নজর কাড়ে। মনোজ বাজপেয়ীর নজর থেকেও তা এড়াল না। তবে চুপ না থেকে জল্পনায় জল ঢেলে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “কে এই কথা আপনদের বলেছে? নাকি আগের রাতে কোনও স্বপ্ন দেখেছেন? বলুন বলুন!”

বিপাকে ববি
ববি দেওল এখন নয়া সুপারস্টার। তাঁকে নিয়ে ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে তিনি নিজেকে সেই মোড়কে ঢেকে রাখতে চান না। তাই নিরাপত্তারক্ষী ছাড়াই সাধারণের মতো চলাফেরা করছেন। আর তাতেই বিপত্তি। বিমানবন্দর থেকে বেরতেই সাধারণ মানুষ একটা ছবির জন্য তাঁকে ঘিরে ধরলেন। অস্বস্তি হলেও, তিনি বিরক্ত হলেন না। হাসি মুখে মেটালেন সকলের আবদার।

ট্রোল্ড নাইসা
অজয় দেবগণ ও কাজল কন্যা নাইসা দেবগণ আরও একবার ট্রোলের শিকার। সম্প্রতি দেখা গেল তাঁকে কোনও এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যেতে। গাড়ি থেকে নামতেই যে হাবভাব ফ্রেমবন্দি হল, তাতেই কটাক্ষের বন্যা। নেটিজ়েনদের মন্তব্য, ‘আপনি সুপারস্টারের মেয়ে, নিজে সুপারস্টার নন। ভুলে যাবেন না।’

দুই নায়িকার ‘যুদ্ধ’
দু’জনেই সুন্দরী, দু’জনেই বহুদিন ধরেই কাজ করছেন টলিউডে–কথা হচ্ছে পার্নো মিত্র ও মনামী ঘোষের। দু’জনের মধ্যে এ যাবৎ কোনও ‘ঝামেলা’র আভাস পাওয়া না গেলেও, দায়িত্ব নিয়ে সেই ঝামেলা লাগিয়েই দিলেন তাঁদের ভক্তরা! দু’জনেই পরেছিলেন বিকিনি। কাকে বেশি ভাল লাগেছে, তাই নিয়ে ভক্তদের মধ্যে চলছে জোর যুদ্ধ।

কবে বিয়ে তিয়াসার?
অভিনেতা সুবান রায়ের সঙ্গে বছর খানেক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রী তিয়াসা রায়ের। মাঝে রটেছিল অভিনেতা সোহেলের সঙ্গে প্রেম করছেন তিনি। সম্প্রতি এক রিয়ালিটি শো-এ এসে তিয়াসা জানালেন, আগামী বছর অক্টোবরের পরই তিনি বিয়ে করবেন। হেঁয়ালি করে বললেন, “এখন শুধু পাত্র পাওয়ার অপেক্ষা।”

শ্বেতা-রুবেলের বিয়ে
দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। কবে তাঁদের বিয়ে? এ নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা। সূত্র জানাচ্ছে, আগামী বছরের অর্থাৎ ২০২৫-এর ১৯ জানুয়ারি এক হবে চার হাত। এখন থেকেই নাকি চলছে জোর প্রস্তুতি।

টক্করে রুবেল-শ্বেতা
রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য এবার কড়া টক্করে। একই চ্যানেলের দুই ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তাই সাপ্তাহিক TRP রিপোর্ট কার্ড প্রকাশ্যে আসতেই সকলের নজরে কে এগিয়ে, কে পিছিয়ে। চলতি সপ্তাহেও রুবেলের কাছে হারলেন শ্বেতা। রুবেলেন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এগিয়ে থাকল শ্বেতার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-র থেকে।

গ্লাস ভাঙলেন সৃজিত
এক ওটিটি প্ল্যাটফর্মের তরফে বৃহস্পতিবার সন্ধেবেলায় আয়োজন করা হয়েছিল এক রাত পার্টির। হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ওই পার্টিতেই ‘অ্যানিম্যাল’ ছবির ভাইরাল গান ‘জামাল কুদু’র তালে নাচতে গিয়েই বিপদ ঘটালেন সৃজিত। মাথায় ছিল মদের গ্লাস। বেকায়দায় তা পড়ে গিয়ে গেল ভেঙে!

এ কী বললেন মীর?
বেশ কয়েকদিন ধরে যন্ত্রণায় কাতর মীর। দেখিয়েছেন ডাক্তার। তবে হঠাৎ এমন কী হল, যে তিনি লিখলেন ডাক্তার একটু সংবেদনশীল হতে পারতেন? না, তেমন কিছু নয়। তাঁকে যে ওষুধ দেওয়া হয়েছে, তার নামেই লুকিয়ে মজা। লিখলেন, ‘যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে?? খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!’