Ranita Das on Sourav Ganguly: ‘দাদা’র সঙ্গে দেখা হলে যে জাদু অনুভব করেন রণিতা…
‘দাদাগিরি’তে গিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী রণিতা দাস। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। এবং সেই ছবি তাঁর সামাজিক মাধ্যমে আপলোড করে ক্যাপশনে লিখেছিলেন, "যতবারই তোমার সঙ্গে দেখা হয়, এই জাদু অনুভব করি আমি। তুমি আমাকে অনুপ্রাণিত করো। তোমার ইতিবাচকতা আমাকে সমৃদ্ধ করে। তোমার সঙ্গে ফের দেখা হওয়া সৌভাগ্যের বিষয়।"
নুসরতকে হাজিরার নির্দেশ
ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তি বাড়ল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। নিম্ন আদালতে ধাক্কা বসিরহাটের সাংসদের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। আলিপুর জজ কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে।
বিয়ের জন্মদিন
কবি শেলি বলেছিলেন, “যদি শীত আসে, তবে বসন্ত কি আর না এসে পারে?” এমনই এক মাঘের শুরুতে বসন্ত সত্যিই উঁকি দিয়েছিল পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অন্দরমহলে। ১৯৯৩-এর ১৬ জানুয়ারি। সেজেগুজে জানুয়ারির সেই সন্ধেতে পরিচালক হাজির হয়েছিলেন তাঁর কাঙ্ক্ষিত নারীর থিয়েটার রোডের বাড়িতে। ৩১ বছর পর বিয়ের জন্মদিনে চূর্ণীকে নিয়ে মন উজাড় করা পোস্ট করেছেন পরিচালক।
ভেঙে পড়েছেন সায়নী
মাত্র একদিন হয়েছে মা’কে হারিয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। বাবা-মায়ের একমাত্র মেয়ে তিনি। এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন তিনি। এ যাবৎ মায়ের অসুস্থতা নিয়ে একটিও বাক্য প্রকাশ্যে বলেননি সায়নী; মা চলে যাওয়ার পর অবশেষে মুখ খুলেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন শেয়ার করে সায়নী লিখেছেন, “আর কি কখনও কবে, এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায়, হয়ে গেল হারা।”
অপু যখন হাসিনা
নুসরত ফারিয়ার পর এবার অপু বিশ্বাস। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি শ্যাম বেনেগালের ছবি ‘মুজিব’-এ শেখ হাসিনার চরিত্রে সম্প্রতি অভিনয় করতে দেখা গিয়েছে নুসরত ফারিয়াকে। এবার সলমন হায়দার পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপু বিশ্বাসকে। ছবির পরিচালক সলমন হায়দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য অপু মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নেবেন।
টেলর সুইফ্টের প্রেমে পিয়া
গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী তাঁর সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে একটি কালো চশমা পরা ছবি আপলোড করেছেন। সেই ছবির সঙ্গে যে ক্যাপশনটি লিখেছেন পিয়া, তা দেখে অনেকেই হয়তো থমকেছেন। তিনি লিখেছেন, “আই অ্য়াম সরি।” তারপর লিখেছেন, “বাট দ্য ওল্ড মি কান্ট কাম টু দ্য ফোন রাইট নাউ। হোয়াই? ও, ‘কজ় সি ইজ় ডেড!”। আমেরিকান পপ গায়িকা টেলর সুইফ্টের লেখা এই গানটি শেয়ার করেছেন পিয়া।
রণিতা কি বললেন সৌরভকে নিয়ে?
‘দাদাগিরি’তে গিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী রণিতা দাস। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। এবং সেই ছবি তাঁর সামাজিক মাধ্যমে আপলোড করে ক্যাপশনে লিখেছিলেন, “যতবারই তোমার সঙ্গে দেখা হয়, এই জাদু অনুভব করি আমি। তুমি আমাকে অনুপ্রাণিত করো। তোমার ইতিবাচকতা আমাকে সমৃদ্ধ করে। তোমার সঙ্গে ফের দেখা হওয়া সৌভাগ্যের বিষয়।”
ববির নতুন কাজ
রামায়ণে অভিনয় করবেন ববি দেওল। ‘অ্য়ানিম্যাল’-এ তিনি কাজ করেছেন রণবীর কাপুরের সঙ্গে। এবার নীতেশ তিওয়ারির পরবর্তী ছবি ‘রামায়ণ’-এ তিনি অভিনয় করবেন কুম্ভকর্ণের চরিত্রে। এই রামায়ণেই হনুমানের চরিত্রে দেখা যাবে ববির দাদা সানি দেওলকে।
সানির ছবিতে সলমনের ক্যামিও
সানি দেওল অভিনীত এক ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন খান। ১৬ জানুয়ারি, মঙ্গলবার ছবির শুটিংয়ে যান সলমন। ছবির নাম ‘সফর’। বেলা ২টো থেকে শুটিং স্পটে হাজির হয়েছেন সলমন। ২০২৪ সালেই মুক্তি পাবে ছবিটি।
মুখে সিগারেট, সমালোচিত আইরা
সদ্য বিয়ে করেছেন আমির খানের মেয়ে। ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে রিসেপশনও। তবে এবার সমালোচনার মুখে পড়তে হল তাঁকে। ইনস্টাগ্রামে মুখে সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। সিগারেটটি যদিও জ্বলন্ত ছিল না। তবু ইরার ওই পোস্ট দেখে তাঁকে একহাত নিয়েছেন নীতিপুলিশেরা।