Piya Chakrabarty News: মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর নাকি রয়েছে দুই সন্তান?
Piya Chakrabarty News: রটেছে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর রয়েছে দুই সন্তান। এবার এই নিয়েই মুখ খুললেন পিয়া। বললেন, “জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ফেক নিউজ় ফ্যাক্টরির দ্বারা মুর্গি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।”
‘আমার সন্তান নেই’
রটেছে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর রয়েছে দুই সন্তান। এবার এই নিয়েই মুখ খুললেন পিয়া। বললেন, “জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ফেক নিউজ় ফ্যাক্টরির দ্বারা মুর্গি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।”
চঞ্চলের ‘দম’ দেখেই অসন্তোষ!
ফের সমালোচনার মুখে অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর নতুন ছবি ‘দম’-এর পোস্টার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন ওপার বাংলার নেটিজেনদের একটা বড় অংশ। শুধু কি তাই? বয়কটের ডাকও দিলেন অনেকে। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশিদের একাংশের উন্মাদনার বিরুদ্ধে সরব হয়েছিলেন চঞ্চল। আর এর পর থেকেই দেশবিরোধী তকমা পাচ্ছেন তিনি।
শুভশ্রীর ডে-আউট
২২ দিন হল মেয়ে ইয়ালিনির জন্ম হয়েছে। এখন বেশ সুস্থই আছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জেল্লা বেড়েছে আরও। এবার ছেলে ইউভান ও রাজ চক্রবর্তীর সঙ্গে ছোট্ট ডে-আউটে বেরিয়ে পড়লেন। গেলে আইস্ক্রিম পার্লারে। ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
মেয়ের জন্য সবকিছু
বাবার বয়স ৬৫, কিন্তু মেয়ের আবদার কি ফেরানো যায়? তাই দেবলীনা কুমারের আবদার মেটাতে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার এবার উঠে পড়লেন ট্র্যাম্পোলিনে। তা দেখে আহ্লাদে আটখানা দেবলীনা। শেয়ার করেছেন ছবি।
ট্রোল্ড হলেন ঈশা
‘মিনি’ সাজার ইচ্ছে হয়েছিল ঈশা সাহার। কিন্তু সেই মিনি সাজতে গিয়েই যে প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি ঈশা সাহা। হাজির হয়েছিলেন ‘কাবুলিওয়ালা’র প্রিমিয়ারে। পরেছিলেন মিনি স্কার্ট সঙ্গে এক বড় জ্যাকেট। তাঁর খোলা পা দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘নিম্নাংশে ঠাণ্ডা লাগে না?’
আক্ষেপ অজয়ের
মেয়ে নাইসা দেবগণ বারবার কটাক্ষের শিকার, মনের ওপর চাপ পড়ে না? প্রশ্ন শুনে আক্ষেপের সুরে অজয় দেবগণ বললেন, ”ওর খারাপ লাগে, আমারও লাগে। তবে এটাকে মেনে নিয়েই চলতে হবে। কয়েকজনের বলা কথা মানেই গোটা বিশ্ব আমার নামে এটাই ভাবে, সেটা তো সঠিক নয়। তাহলে তো সোশ্যাল মিডিয়াই থাকত না। আসলে ভাল লিখলে মানুষ আর পড়ে না। ”
মুখোমুখি সলমন-অভিষেক
ঐশ্বর্য রাই বচ্চনের প্রাক্তন প্রেমিক সলমন খান ও স্বামী অভিষেক বচ্চন অতীতে সেভাবে মুখোমুখি হননি। তবে বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই দেখা হল দুই স্টারের। তবে সেখানে থাকল না কোনও পুরনো ক্ষোভ, রাগ। বরং একে-অন্যকে দেখামাত্রই জড়িয়ে ধরলেন। সলমন ও অভিষেকের এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। ছড়িয়ে পড়েছে ভিডিয়ো।
বিপত্তিতে জ্যাকলিন
জ্যাকলিন ফার্নান্ডেজ ও কনম্যান সুকেশ চন্দ্রশেখর দস্তুর মতো প্রেম করতেন। তবে এখন সেই সম্পর্কে ধরেছে ফাটল। সম্প্রতি সুকেশের চিঠিতে উল্লেখ ছিল, তিনি এক বিশেষ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ‘রিচ’ বাড়ানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। এরপরই পুলিশের দ্বারস্থ জ্যাকলিন। আবেদন করেন, আর কোনও চিঠি যেন প্রকাশ্যে আসতে দেওয়া না হয়। এতে তাঁর সমস্যা হচ্ছে। তাঁর মতে, সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর। জ্যাকলিনের আবেদনে পুলিশ সায় দেয়।
‘সালার’ পার্ট ২
প্রভাস অভিনীত ছবি অগ্রিম বুকিং-এই বাজিমাত। মুক্তি দিন দক্ষিণী স্টার প্রভাসের ছবি ‘সালার’ ঝড় তুলল বক্স অফিসে। প্রথম দিনেই সম্ভাব্য মোট আয় ১০০ কোটি ছাড়াবে। তবে চমক এখানেই শেষ নয়, ছবির শেষেই রইল সারপ্রাইজ। আসছে ‘সালার ২’। ছবির শেষ দৃশ্যে রইল হিন্ট।