Bibriti Chatterjee and Tathagata Mukherjee Relation: তথাগত-বিবৃতির সম্পর্ক
Tollywood: তথাগত মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের গুঞ্জণ বেশ কিছুদিন ধরেই তুঙ্গে। এবার মধ্য রাত্রে তাঁদের একসঙ্গে পোস্ট দেখে আরও জল্পনা বাড়ল এক ধাপ। জুটিতে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “মধ্যরাতে শুটিং-এর মাঝে পোষ্যের জন্মদিন সেলিব্রেশন।”
তথাগত-বিবৃতির সম্পর্ক
তথাগত মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের গুঞ্জণ বেশ কিছুদিন ধরেই তুঙ্গে। এবার মধ্য রাত্রে তাঁদের একসঙ্গে পোস্ট দেখে আরও জল্পনা বাড়ল এক ধাপ। জুটিতে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “মধ্যরাতে শুটিং-এর মাঝে পোষ্যের জন্মদিন সেলিব্রেশন।”
দেবকে নিয়ে বিরসার পোস্ট
আট বছর পর জুটি বাঁধলেন দেব ও বিরসা দাশগুপ্ত। ‘শুধু তোমারই জন্য’ ছবি থেকে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’… তাঁর সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরসা লিখলেন, “আশা করব এই ছবিও সকলকে আনন্দ দেবে।”
থেরাপি নিচ্ছেন দেব
‘প্রধান’ ছবির জন্য তৈরি করছেন নিজেকে। তার আগে একের পর এক শরীরচর্চার ছবি পোস্ট করছেন দেব। জিমের পর এবার অ্যাকুথেরাপি নেওয়ার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন: No pain No Gain..
TRP তালিকা
সাপ্তাহিক TRP-র তালিকা প্রকাশ্যে আসামাত্রই তা অবাক করল সকলকে। নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ স্থান পেল না প্রথম ১০-এ। প্রথম পাঁচে জায়গা পেল যথাক্রমে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’, ‘নিম ফুলের মধু’ ও ‘রাঙা বউ’।
রোম্যান্সে বুঁদ অনন্যা
অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরের সম্পর্ক দিন-দিন গভীর হচ্ছে। ব়্যাপ থেকে শুরু হওয়া জল্পনা এখন প্রকাশ্যে রোম্যান্স হয়ে ধরা দিচ্ছে। এবার লন্ডনের রাস্তায় দেখা মিলল জুটির, সেখানেই একে-অপরকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হলেন তাঁরা। মুহূর্তে ভাইরাল সেই ছবি।
বিপাকে ‘OMG 2’
অক্ষয় কুমারের আগামী ছবি ‘OMG 2’ সেন্সর বোর্ডের কোপের মুখে। ছবি দেখার পর বোর্ডের তরফ থেকে স্থির করা হয়, তা রিভিশন কমিটি-র কাছে পাঠানো হবে। যদিও এখনও পর্যন্ত কোনও শো-কজ চিঠি পৌঁছয়নি ছবি নির্মাতার কাছে।
প্রশংসায় ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ পরিচয় করিয়ে দিলেন তাঁর দীর্ঘ কর্মজীবনের সব থেকে কাছের মানুষটির সঙ্গে। শ্রী অশোক শর্মা, তাঁর অ্যাসিস্ট্যান্ট। দীর্ঘ ২০ বছর ধরে ক্যাটরিনার পাশে রয়েছেন তিনি। সহ্যও করেছেন বহু… সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এমনই মন্তব্য করলেন তিনি।
অস্কার লাইব্রেরিতে ‘জুইগ্যাটো’
বড় সাফল্য এবার কপিল শর্মা অভিনীত ছবি ‘জুইগ্যাটো’। নন্দিতা দাস পরিচালিত এই ছবিতে ফুড ডেলিভারি বয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কপিল শর্মা । এবার এই ছবি পাওয়া যাবে অস্কারের লাইব্রেরিতে।
নতুন ছবিতে কার্তিক
ভারতের বাজারে বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারল না ‘সত্য প্রেম কি কথা ছবি’। এবার তাই পরবর্তী প্রজেক্টে নজর দিলেন কার্তিক আরিয়ান। পরিচালক কবীর খানের ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবে তাঁকে।