Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sodepur News: টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশকর্মীর মেয়ের বিরুদ্ধে!

Sodepur News: টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশকর্মীর মেয়ের বিরুদ্ধে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 17, 2023 | 7:01 PM

সোদপুর স্টেশন রোডে টোটো স্ট্যান্ড থেকে বিটি রোড স্বদেশী মোড় যাওয়ার জন্য এক মহিলা যাত্রী ও তার বাবা টোটোতে ওঠেন।গন্তব্যে যাওয়ার পর টোটো চালক বলে রাস্তায় জল জমে আছে। তারপর টোটো চালক তাকে ফিরিয়ে নিয়ে আসে টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে আসার পর নিজেকে পুলিশ কর্মীর মেয়ে পরিচয় দিয়ে টোটো চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধোর ও হুমকির অভিযোগ ওঠে মহিলা যাত্রীর বিরুদ্ধে।

সোদপুর স্টেশন রোডে টোটো স্ট্যান্ড থেকে বিটি রোড স্বদেশী মোড় যাওয়ার জন্য এক মহিলা যাত্রী ও তার বাবা টোটোতে ওঠেন।গন্তব্যে যাওয়ার পর টোটো চালক বলে রাস্তায় জল জমে আছে। জলে টোটো নিয়ে গেলে টোটো খারাপ হয়ে যাবে। সেই সময় মহিলা যাত্রী টোটো চালককে অকথ্য ভাষায় গালাগালি করে। জলের মধ্য দিয়েই টোটো চালককে নিয়ে যেতে বাধ্য করেন ঐ মহিলা যাত্রী। তারপর টোটো চালক তাকে ফিরিয়ে নিয়ে আসে টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে আসার পর নিজেকে পুলিশ কর্মীর মেয়ে পরিচয় দিয়ে টোটো চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধোর ও হুমকির অভিযোগ ওঠে মহিলা যাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোদপুর স্টেশন রোড এলাকায়। আহত টোটো চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়দহ বলরাম হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় টোটো চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। টোটো চালকরা যথেষ্টই আতঙ্কিত। পুলিশ আধিকারিকের মেয়ে বলে তাদের ওপরে অত্যাচার নেমে আসতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা। ঘটনার পরে পুলিশকর্মীর মেয়ে পরিচয় দেওয়া ঐ মহিলা যাত্রীকে আটক করে নিয়ে যায় খড়দহ থানার পুলিশ।