Tourist Problem :শিশুদের সামনেই নগ্ন হয়ে যাচ্ছেন বিদেশিরা,কোথায় এই ঘটনা?
Tourist Problem :পোল্যান্ডের রিসর্টের হুলস্থূল কান্ড। বিদেশিদের অত্যাচারে,মা বাবা চোখ বন্ধ রাখছেন সন্তানদের। এ কেমন ঘটনা?
পোল্যান্ডের সীমান্তবর্তি এক রিসর্টে হুলস্থুল কাণ্ড। সেই রিসর্টে আসা চেক রিপাবলিকের অতিথিরা প্রকাশ্যে নগ্ন হচ্ছেন। শিশুদের সামনে নগ্ন হয়ে পোশাক বদলাচ্ছেন তাঁরা।
চেক রিপাবলিক সীমান্ত থেকে মাত্র ৪ মাইল দূরে পোলিশ শহর প্রুদনিক। প্রুদনিকের রিসর্টে পোলিশ ও চেক নাগরিকরা বেড়াতে আসেন। পোল্যান্ডে প্রকাশ্যে নগ্ন হওয়ার নিয়ম নেই। সুইমিং পুলে নামার জন্য পোশাক বদলাতে হয় আড়ালে। তবে চেক পর্যটকরা লকার রুমে নগ্ন হয়ে পোশাক পরিবর্তন করছেন। ওই লকার রুম ব্যবহার করে শিশুরাও। এতে বিপাকে রিসর্ট কর্তৃপক্ষ।
প্রুদনিকের সুইমিং পুলে এক চেক অতিথি তার মেয়েকে নগ্ন অবস্থায় স্নান করাতে আনেন। তখন সেখানে ছিল বেশ কিছু পুরুষ সুইমার। রিসর্ট কর্তৃপক্ষ চেক ভাষায় সাইনবোর্ড দিয়েছে। সবিনয়ে পর্যটকদের নগ্ন না হতে বলা হয়েছে। প্রকাশ্যে নগ্নতা চেক নাগরিকদের কাছে নিষিদ্ধ নয়। তাঁরা অবাক প্রুদনিকে কাউকে সুইমিং পুলে নগ্ন না হতে দেখে।