Paschim Medinipur Fraud News: এবার টাওয়ার প্রতারণা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 22, 2023 | 6:06 PM

মোবাইল কোম্পানির টাওয়ার বসানো নিয়ে প্রতারণার অভিযোগে উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গুড়লি গ্রাম থেকে এক যুবককে আটক করলো দাসপুর থানার পুলিশ।

মোবাইল কোম্পানির টাওয়ার বসানো নিয়ে প্রতারণার অভিযোগে উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গুড়লি গ্রাম থেকে এক যুবককে আটক করলো দাসপুর থানার পুলিশ। জানা যাচ্ছে ওই ব্যক্তি নিজেকে জেলার জিও টাওয়ারের হেড বলে দাবি করে একাধিকবার ওই গ্রামের বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।

এমনকি কয়েকদিন আগে ওই গ্রামের স্থানীয় বাসিন্দা অশোক জানায় কৃষি জমিতে টাওয়ার বসানোর জন্য জমির মালিককে এককালিন ৫ লক্ষ টাকা এবং ২টি চাকরি দেওয়ার কথা বলে যোগাযোগ করেন। তবে জমিটি বাস্তু জমি হতে হবে,তাই  ইতি মধ্যেই কৃষি জমিকে বাস্তু করে দেবার নামে জমির মালিককের থেকে নানা ছলনায় টাকা হাতিয়েছেন ওই ব্যক্তি। এমনি কয়েকটি ঘটনার কথা জানাজানি হতেই প্রতারিত ব্যাক্তিরা বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তিকে ছলেবলে কৌশলে গ্রামে নিয়ে আসেন, এবং ধরে ফেলেন। পরে দাসপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। পুলিশ সু্ত্রে খবর ওই ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা ।