Viral Police Video: মাথায় হেলমেট নেই, আরোহীদের বাইক থামিয়ে গান গাইছেন পুলিশ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 16, 2023 | 8:57 PM

হেলমেট না থাকলে পুলিশ জরিমানা করে। তবে মধ্য প্রদেশে একেবারে উল্টো দৃশ্য। আরোহীদের জরিমানা না করে গান গাইছেন পুলিশ কর্মী।

মধ্যপ্রদেশের এক ট্রাফিক পুলিশের ভিডিয়ো ভাইরাল হয়েছে। গান গেয়ে হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে সচেতন করছেন তিনি। এই ভিডিয়োটি মধ্যপ্রদেশের শাহদোলের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি ছেলে একটি বাইকে যাচ্ছে। যে বাইক চালাচ্ছে বা যে পিছনে বসে আসে কারও মাথাতেই হেলমেট নেই। এক ট্রাফিক পুলিশ ওভাবে বাইক চালাতে দেখে তাদের থামায়। আর তারা কেন হেলমেট পরেনি,সেই কারণ জানতে চায়। পুলিশটি তাদের থামিয়ে,‘ও-বেটাজী, ও-বাবুজী’ আলবেলা সিনেমার এই গানটি গাইলেন। জিজ্ঞাসা করেন যে,তাদের মাথায় হেলমেট নেই কেন? ট্রাফিক পুলিশের এমন ব্য়বহার দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ঝরের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ২৩ লাখ ভিউ হয়েছে। কেউ লিখেছেন,‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই’।

Published on: Mar 16, 2023 08:56 PM