দেখুন কীভাবে এক্সপ্রেস ট্রেন গিয়ে ধাক্কা মারল, ঘুরে গেল ট্রাক, পাশে ছিল বাইকও

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 22, 2026 | 6:53 PM

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ওই রেলগেটে প্রচুর ভিড় ছিল। সেই সময় চাল বোঝাই ট্রাকটি রেললাইন পারাপার হচ্ছিল। গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত ট্রাফিকের কারণে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়নি। তা সত্ত্বেও ডাউন লাইনে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস চলে আসে। 

সকাল ১০ টা। রেলেগেটের কাছে প্রবল ভিড়। ট্রাফিকের অবস্থা এমনই যে সিগন্যাল দেওয়াই হয়নি। তারপরও ঢুকে গেল ট্রেন। আসানসোল ডিভিশনের রোহিণী-নাওয়াডিহি রেলগেটের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ১৩৫১০ গোন্ডা-আসানসোল এক্সপ্রেস এদিন প্রবল গতিতে এসে সোজা একটি ট্রাককে ধাক্কা মারে। পাশে ছিল ছোট গাড়ি ও একাধিক বাইক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ডাউন এবং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ওই রেলগেটে প্রচুর ভিড় ছিল। সেই সময় চাল বোঝাই ট্রাকটি রেললাইন পারাপার হচ্ছিল। গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত ট্রাফিকের কারণে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়নি। তা সত্ত্বেও ডাউন লাইনে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস চলে আসে।