Matheran Travel Tips: এই শৈল শহরে গাড়ি যায় না
এই শৈল শহরে গাড়ি যায় না। ভারতের ক্ষুদ্রতম হিল স্টেশন মাথেরান। ছবির মতো সুন্দর মহারাষ্ট্রের এই হিল স্টেশন। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি রেঞ্জের ছোট্ট হিল স্টেশন মাথেরান। দূষণমুক্ত এই শৈল শহরে যানবাহন চলে না।
এই শৈল শহরে গাড়ি যায় না। ভারতের ক্ষুদ্রতম হিল স্টেশন মাথেরান। ছবির মতো সুন্দর মহারাষ্ট্রের এই হিল স্টেশন। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি রেঞ্জের ছোট্ট হিল স্টেশন মাথেরান। দূষণমুক্ত এই শৈল শহরে যানবাহন চলে না। যেতে হয় টাট্টু চেপে। এখানকার দর্শনীয় স্থান গুলোর মধ্যে আছে প্যানোরামা পয়েন্ট। প্যানোরামা পয়েন্টের সূর্যোদয় অনবদ্য। আছে ইকো পয়েন্ট। পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসে প্রতিধ্বনি। সবুজে ঘেরা নির্মল হ্রদ শার্লট। এখানে অনেকে আসেন সপরিবারে পিকনিক করতে। প্রাকৃতিক পরিবেশে পাখির ডাকে মন মেতে ওঠে। মাথেরানের লুইসা পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা যায়। দূষণ মুক্ত এই শৈল শহরে যেতে পারেন টয় ট্রেনে। নরেল থেকে মাথেরান যায় টয় ট্রেন। মাথেরানের দস্তুরি পয়েন্ট পর্যন্ত যানবাহন চলে তারপর যেতে হয় টাট্টু চেপে। শহরটি দূষণ মুক্ত রাখতেই এই ব্যবস্থা। এখানে একটাই অসুবিধে রাস্তাঘাট বেশ খারাপ।