Bankura Rain Update: কাঁচা বাড়ির ওপর ভেঙে পড়ল মোটা ডাল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 04, 2023 | 8:47 PM

অতিবৃষ্টিতে কাঁচা বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছের মোটা ডাল। অল্পের জন্য বাড়ির বাসিন্দারা প্রাণে বাঁচলেও ঘটনায় আহত হয়েছেন বাড়ির তিন বাসিন্দা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায়।

অতিবৃষ্টিতে কাঁচা বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছের মোটা ডাল। অল্পের জন্য বাড়ির বাসিন্দারা প্রাণে বাঁচলেও ঘটনায় আহত হয়েছেন বাড়ির তিন বাসিন্দা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার মাচানতলা এলাকায় টালির চালার এক কামরার বাড়িতে বসবাস চন্দন ডোম ও তাঁর পরিবারের। অন্যান্যদিনের মতোই গতকাল রাতে খাওয়া দাওয়ার পর নিজের বাড়িতে ঘুমোতে যান পরিবারের সদস্যরা। আচমকাই বাড়ির চালার উপর থাকা একটি নিম গাছের মোটা ডাল ভেঙে পড়ে চালার উপরে।

ডালের ভারে হুড়মুড়িয়ে ঘুমন্ত পরিবারের সদস্যদের উপর ভেঙে পড়ে টালির চালা। ঘটনায় জখম হন পরিবারের তিন সদস্য। দ্রুত তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। আহত পরিবারের দাবী বারবার পাকা বাড়ির জন্য পুরসভায় আবেদন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরও পাকা বাড়ি না মেলায় বাধ্য হয়েই ওই কাঁচা মাটি ও টালির চালার বাড়িতে তাঁদের বসবাস করতে হচ্ছে। পাকা বাড়ি পেলে এমন দুর্ঘটনার মুখে পড়তে হত না বলেও দাবী বাসিন্দাদের।