Dhupguri News: দিনে দুপুরে সাফাই মূল্যবান গাছ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 07, 2023 | 6:27 PM

Jalpaiguri Crime News: দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে দেদার সাফাই হয়ে যাচ্ছে সরকারি মূল্যাবান গাছ, সব দেখেও নিরব পঞ্চায়েত প্রধান থেকে জেলা পরিষদ কর্তৃপক্ষ। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া কদমতলা থেকে জলঢাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার জেলা পরিষদ সড়কের দু'পাশে রয়েছে বহু মূল্যবান গাছ যা রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতীরা।

দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে দেদার সাফাই হয়ে যাচ্ছে সরকারি মূল্যাবান গাছ, সব দেখেও নিরব পঞ্চায়েত প্রধান থেকে জেলা পরিষদ কর্তৃপক্ষ। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া কদমতলা থেকে জলঢাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার জেলা পরিষদ সড়কের দু’পাশে রয়েছে বহু মূল্যবান গাছ যা রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতীরা। এর পেছনে মদত রয়েছে শাসকদলের নেতাদের এমনটাই অভিযোগ বিরোধীদের।

রাস্তার পাশে থাকা গাছগুলোর মধ্যে মূল্যবান সেগুন গাছগুলোকে বেছে বেছে কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। পড়ে থাকছে গুড়ি গুলি। এইভাবে দিনে দুপুরে এবং রাতে অন্ধকারে অবাধে গাছ কাটা চললে পরিবেশের যে ভারসাম্য এমনটা দাবি করছে পরিবেশপ্রেমীরা। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলু ফেটেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জেলা পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে বারংবার অভিযোগ করছে কখনও জেলা পরিষদের জায়গা দখল করে তৃণমূলে পার্টি কার্যালয় আবার কখনও জেলা পরিষদের সরকারি গাছ কেটে হাফিজ হয়ে যাচ্ছে তারপরেও নীরব জেলা পরিষদ কর্তৃপক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত।