Belpahari Water Crisis: শবরদের গ্রামে জলটুকুও নেই!
এই গ্রামে প্রায় 22 টি লোধা শবর পরিবার বসবাস করেন। ভাড়ারুপাল গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় তিন লক্ষ টাকা খরচ করে দু বছর আগে পাম্প বসানো হলেও সেই পাম্প থেকে জল পড়েনি। ওই গ্রামে একটি টিউওয়েল রয়েছে,যাতে টিপ টিপ করে জল পড়ে, এক বালতি জল ভর্তি করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিয়া গ্রাম পঞ্চায়েতের ভাঁড়ারুপাল গ্রাম টি লোধা শবর অধ্যুষিত গ্রাম । ওই গ্রামে প্রায় 22 টি লোধা শবর পরিবার বসবাস করেন। ভাড়ারুপাল গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় তিন লক্ষ টাকা খরচ করে দু বছর আগে পাম্প বসানো হলেও সেই পাম্প থেকে জল পড়েনি। ওই গ্রামে একটি টিউওয়েল রয়েছে,যাতে টিপ টিপ করে জল পড়ে, এক বালতি জল ভর্তি করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে । যার ফলে প্রায় ১ কিলোমিটার দূরে থাকা তারাফেনী নদী থেকে জল এনে ব্যবহার করতে হয় গ্রামবাসীদের । ওই গ্রামের বাসিন্দা রা বলেন পাম্প আছে জল নেই। প্রশাসনকে বারে বারে জানিয়ে ও কোন সূরাহা হয়নি।দূর থেকে জল আনতে গিয়ে সমস্যায় পড়তে হয়।নদীর জল থেকে শরীরে সমস্যা দেখা দেয়। যার ফলে আমরা পানীয় জলের তীব্র সংকটে পড়েছি । দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে ওই এলাকার বাসিন্দারা নোংরা জল খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হবেন বলে জানান। শাসকদল কে কটাক্ষ জেলা বিজেপি সভাপতি তুফান মাহাত র। বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা বলেন যেখানে পাম্প বসানোর জন্য বোরিং করা হয়েছিল,সেখানে জল স্তর পাওয়া যায়নি। নতুন করে অন্য জায়গায় বোরিং করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে ওই গ্রামে পানীয় জলের সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ব্লকে পানীয় জলের সমস্যা রয়েছে PHE ডিপার্টমেন্ট থেকে সার্ভে করা হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হবে। খুব দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান।