Birbhum News: পাট্টা জমিতে গাছ কাটা, ছাই তুলে বিক্রি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 22, 2023 | 8:58 PM

Birbhum News: বীরভূম, দুবরাজপুর- আদিবাসীদের নামে পাট্টা পাওয়া জমি থেকে গাছ কাটা ও ছাই তুলে বিক্রি করার অভিযোগ উঠলো তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের ঘাসবেড়া গ্ৰামে। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের আদিবাসী পাট্টা প্রাপকদের।

বীরভূম, দুবরাজপুর- আদিবাসীদের নামে পাট্টা পাওয়া জমি থেকে গাছ কাটা ও ছাই তুলে বিক্রি করার অভিযোগ উঠলো তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের ঘাসবেড়া গ্ৰামে। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের আদিবাসী পাট্টা প্রাপকদের। যশপুর পঞ্চায়েতের ঘাসবেড়া আদিবাসী গ্ৰামের বোদাকুড়ি মৌজায় আদিবাসীর পাট্টা পাওয়া জমির ওপর চলছে গাছ কাটা ও ছাই তুলে বিক্রি করার কাজ। বাধা দিতে গেলে মিলেছে হুমকি। তৃণমূলের লোকজন এমনটা করছে বলে অভিযোগ আদিবাসীদের।

দীর্ঘদিন আগে আদিবাসীদের দখলে থাকা জমির লাল মাটি অর্থাৎ মোরাম তুলে বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই দিয়ে ভরাট করে আদিবাসীরা। পরে সেখানে মূল্যবান গাছও লাগান তারা। বর্তমানে আদিবাসীদের অন্ধকারে রেখে সেই গাছ কেটে এবং সেখানকার ছাই তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আদিবাসীরা। বাধা দিলে মিলেছে হুমকি। সিপিআইএমের আদিবাসী অধিকার মঞ্চের সদস্যের দাবি শাসক দলের মদতে এমনটা হচ্ছে। শাসক দলের নাম করে পুলিশ প্রশাসন ভয় দেখিয়ে চলছে এই অবৈধ কাজ।

তবে এ বিষয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জী পরিষ্কার জানান……
এটা তৃণমূলের ব্যপার নয়, এই ধরনের কাজ যারা করে, তারা দুষ্কৃতকারী। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে দলমত নির্বিশেষে।