Birbhum News: কাজল-অনুব্রতর ‘দূরত্ব’টা দেখুন
রবিবারের দুপুরে রামপুরহাট যেন সবুজে সবুজে ঢেকে গিয়েছিল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মহামিছিল ঘিরে চরম উত্তেজনা। অনুব্রত মণ্ডল, কাজল শেখ থেকে শুরু করে দলের একাধিক প্রথম সারির নেতা পা মেলান সেই মিছিলে। তবে এই মিছিল শুধু দলীয় শক্তি প্রদর্শনেই থেমে থাকেনি, নজরে পড়েছে একাধিক রাজনৈতিক বার্তা। একদিকে জেলা সভাপতি পদে অনুব্রতের অপসারণ, অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের […]
রবিবারের দুপুরে রামপুরহাট যেন সবুজে সবুজে ঢেকে গিয়েছিল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মহামিছিল ঘিরে চরম উত্তেজনা। অনুব্রত মণ্ডল, কাজল শেখ থেকে শুরু করে দলের একাধিক প্রথম সারির নেতা পা মেলান সেই মিছিলে।
তবে এই মিছিল শুধু দলীয় শক্তি প্রদর্শনেই থেমে থাকেনি, নজরে পড়েছে একাধিক রাজনৈতিক বার্তা। একদিকে জেলা সভাপতি পদে অনুব্রতের অপসারণ, অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের অভিষেক—তারপর এই প্রথম এত বড় কর্মসূচি। কেষ্ট-কাজল দু’জনেই ছিলেন, তবে একেবারে দু’প্রান্তে।
সেই পুরনো দৃশ্য—একসঙ্গে হাঁটা, কাঁধে কাঁধ রেখে শ্লোগান—এবার মিসিং। বরং বরফশীতল দূরত্ব। এমনকি দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে অনুব্রতকে ডেকে পাঠালেও, কেষ্ট সে ডাক এড়িয়ে যান। মঞ্চে না উঠে মিছিল শেষে উল্টো দিকেই রওনা দেন হুডখোলা গাড়িতে। দেখুন ভিডিয়ো