Tufanganj Agitation: বিসর্জন ঘিরে গন্ডগোল, মৃত ১

| Edited By: Tapasi Dutta

Nov 27, 2023 | 7:24 PM

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের গন্ডগোল । রণক্ষেত্র তুফানগঞ্জের বারোকোদালি । মৃত ১, আহত ৪ জন ।রবিবার রাতে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন কে কেন্দ্র করে তুলকালাম ।

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের গন্ডগোল । রণক্ষেত্র তুফানগঞ্জের বারোকোদালি । মৃত ১, আহত ৪ জন ।রবিবার রাতে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন কে কেন্দ্র করে তুলকালাম । রণক্ষেত্রের চেহারা তুফানগঞ্জের বারোকোদলী গ্রাম । দুই গ্রামের মানুষের গন্ডগোল মৃত্যু হল ১ ব্যাক্তির আহত ৪ জন। দুপক্ষের বিরুদ্ধে লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ।

ঘটনায় জখম হয় উভয়পক্ষের পাঁচ জন। রবিবার রাত ১১ টা নাগাদ তুফানগঞ্জ -২ ব্লকের বারকোদালি -২ গ্রাম পঞ্চায়েতের মেসকোকা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। তারাই রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।

হাসপাতালে অনুপ ডাকুয়া নামে (৩৫) ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরতর চিকিৎসকরা। এদিকে গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে যে এলাকায়। গোটা ঘটনায় অভিযুক্ত সন্দেহে রাতেই দুই জন আটক করেছে পুলিশ। এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ পিকেটিং। ঘটনার জেরে স্তব্ধ বাজার ঘাট।