South 24 Parganas News: জলের তলায় টিউবওয়েল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 11, 2023 | 6:54 PM

বৃষ্টির জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার ব্লকের লক্ষীকান্তপুর এলাকার শতাধিক পরিবারকে। গোটা এলাকায় কোন নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এক পসলা বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায়।

বৃষ্টির জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার ব্লকের লক্ষীকান্তপুর এলাকার শতাধিক পরিবারকে। গোটা এলাকায় কোন নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এক পসলা বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায়। ডুবে যায় পানীয় জলের টিউবওয়েল। জমা জল রাস্তা টোপকে ঢুকে পড়ে বাসিন্দাদের বাড়ির ভেতরেও। ফলে রান্না খাওয়ারও সমস্যা দেখা দেয়। দিনের পর দিন গোটা এলাকা জলমগ্ন হয়ে থাকায় নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি জমা জলে মশা, মাছি থেকে সাপের উপদ্রবও বেড়েছে। হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াতের সমস্যায় পড়েছে স্কুল, কলেজ পড়ুয়া থেকে এলাকার বাসিন্দারাও। বারংবার প্রশাসনের সমস্ত স্তরে জানিয়েও কোন কাজ হয়নি। ওই এলাকার পাশ দিয়ে গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইন। পাশেই রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার জানান, নিকাশি ব্যবস্থার জন্য রেলকে চিঠি পাঠানো হয়েছে। রেলের অনুমতি মিললে দ্রুত নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হবে।