The Kerala Story: TV9 বাংলায় EXCLUSIVE ‘দ্য কেরালা স্টোরি’-র সঙ্গীত পরিচালক বিশাখজ্যোতি
সোমবার বাংলায় বন্ধ হয়েছে 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনী। যা নিয়েে এ বঙ্গে রাজনৈতিক তরজা চরমে। 'দ্য কেরালা স্টোরি' নিয়ে যখন তরজা চরমে, ঠিক তখনই টিভি নাইন বাংলা ডিজিটালের মুখোমুখি ফিল্মের সঙ্গীত পরিচালক বিশাখজ্যোতি।
সোমবার বাংলায় বন্ধ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনী। যা নিয়েে এ বঙ্গে রাজনৈতিক তরজা চরমে। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন তরজা চরমে, ঠিক তখনই TV9 বাংলা ডিজিটালের মুখোমুখি ফিল্মের সঙ্গীত পরিচালক বিশাখজ্যোতি। বনগাঁর ছেলে বিশাখজ্যোতি ১০ বছরেরও বেশি সময় বলিউডে কাজ করছেন। ২০১৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও। তবে এ বঙ্গে মিউজিক ইন্ডাস্ট্রিতে তিনি আলোচিত নাম নন। চেনেন না এ বঙ্গে সিনেপ্রেমীরাও। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন আড়ালেই থেকে গিয়েছে বাঙালি এই সঙ্গীত পরিচালক। TV9 বাংলা ডিজিটালে মুখোমুখি হওয়ার পর বেরিয়ে এল বিশাখজ্যোতির অনেক অভিমান। বাঙালি এই সঙ্গীত পরিচালকরে অভিমান আরও বেড়েছে এ বঙ্গে সিনেমার প্রদর্শী বন্ধ হওয়ায়। আক্ষেপ, এবারও তাঁর কাজ শুনতে পেল না এ বাংলার মানুষজন। বিশাখজ্যোতির দাবি, প্রদর্শনী বন্ধ আসলে গায়ের জোরে বন্ধ করা। মানুষ যদি যুক্তি তর্কে এই ফিল্মের মান বিচার করত, তবে তা ভাল হত। দাবি ‘দ্য কেরালা স্টোরি’-র সঙ্গীত পরিচালকের। তবে দর্শকদের উদ্দেশ্যে তাঁর আবেদন, মোবাইলে সিনেমার যে ভার্সন পাওয়া যাচ্ছে তা পাইরেটেড। তা না দেখার অনুরোধ করলেন ‘দ্য কেরালা স্টোরি’-র বাঙালি সঙ্গীত পরিচালক।

