E Scooter: দাম বদল ই স্কুটির, কত জানেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 17, 2023 | 1:49 PM

টিভিএসের আই কিউব ই স্কুটির দাম বাড়ল। ৯০০০ টাকা করে দাম বাড়ল এই ইলেকট্রিক স্কুটারের । তবে চার্জার দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। টিভিএসের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই বর্ধিত দাম

টিভিএসের আই কিউব ই স্কুটির দাম বাড়ল। ৯০০০ টাকা করে দাম বাড়ল এই ইলেকট্রিক স্কুটারের । তবে চার্জার দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। টিভিএসের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই বর্ধিত দাম । কলকাতায় এই ই স্কুটির দাম ১,৮৬,০৯২ টাকা । ৫১ হাজার টাকার ফেম টু সাবসিডি বাদ দিলে কার্যকর দাম দাঁড়াবে ১,৩৫,০৯২ টাকা । কলকাতা ছাড়া বহরমপুর, তমলুক, শিলিগুড়ি ও মালদায় ই স্কুটির দাম ১,৮৬,০৬৬ টাকা । ৫১ হাজার টাকার ফেম টু সাবসিডি ছেড়ে দাম দাঁড়াচ্ছে ১,৩৫,০৬৬ টাকা । আইকিউব এস মডেলের কলকাতায় দাম ১,৯৭,৪৪৪ টাকা । ৫১ হাজার টাকার ফেম টু সাবসিডি ছেড়ে দাম ১,৪৬,৪৪৪ টাকা । কলকাতা ছাড়া বহরমপুর, তমলুক, শিলিগুড়ি ও মালদায় আইকিউব এসের দাম ১,৯৭,৪১৮ টাকা । ৫১ হাজার টাকার ফেম টু সাবসিডি ছেড়ে আইকিউব এসের দাম ১,৪৬,৪১৮ টাকা । আই কিউব পাওয়া যাচ্ছে তিনটি রঙে । আইকিউব এস পাওয়া যাচ্ছে চারটি বিভিন্ন রঙে । এ মাসেই TVS Motor, Ola Electric, Ather Energy এবং Hero চার্জারের জন্য নেওয়া টাকা ফেরত দিয়েছে । এক একটি ই স্কুটিতে গড়ে ১,৭০০ টাকা ফেরত দিচ্ছে টিভিএস ।