Virat Anushka News: খবর ফাঁস হয়ে গেল, দুই মাসের অন্তঃসত্ত্বা অনুষ্কা?

Virat Anushka News: খবর ফাঁস হয়ে গেল, দুই মাসের অন্তঃসত্ত্বা অনুষ্কা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 5:03 PM

জল্পনা তুঙ্গে। ফের নাকি বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। অনুষ্কা এখন বাড়ি থেকে বেরোচ্ছেন না। বিরাটের সঙ্গে ক্রিকেট সফরে যাচ্ছেন না। তাঁদের মুম্বইয়ের এক ক্লিনিকের সামনেও দেখা গিয়েছে। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত কিছুই জানাননি বিরাট কিংবা অনুষ্কা।

প্রসেনজিতের জন্মদিন
মধ্যরাত থেকে শুরু সেলিব্রেশন, টলিউড ‘ইন্ডাস্ট্রি’র জন্মদিন বলে কথা। ৩০ সেপ্টেম্বর ৬১-তে পা দিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভেচ্ছাবার্তায় ভরছে নেটদুনিয়া। তালিকা থেকে বাদ পড়লেন না স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ও ছেলে তৃষাণজিৎও।

বুম্বার জন্য ঋতুর বার্তা
৩০ সেপ্টেম্বর, অর্থাৎ আজ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে। তাঁকে হৃদয় নিংড়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লিখেছেন, “চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করে অনেক-অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন!”

একই দিনে জন্মদিন
৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। ৩০ সেপ্টেম্বর অভিনেত্রী শ্রুতি দাসেরও জন্মদিন। লেজেন্ডের সঙ্গে জন্মদিন শেয়ার করার বিষয়টা বরাবরই দারুণ উপভোগ করেন শ্রুতি। ‘বুম্বাদা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আশা করেছেন, ‘বুম্বাদা’ও তাঁকে শুভেচ্ছা জানাবেন।

মন ভাল নেই নন্দিনীর
প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পালের হৃদয় প্রসেনজিতের জন্মদিনে আর্দ্র। বলেছেন, “কাল তাপসের জন্মদিন ছিল। পরশু রঞ্জিতদার আর আজ বুম্বার। আগে এই তিন ধরে কত কিছু হতো। নিজের হাতে রান্না করে বুম্বাকে পাঠাতাম। কাল আমি আর মেয়ে দোলন মিলে তাপসের পছন্দের খাবার রেঁধেছিলাম।”

শুটিংয়ে ফিরছেন সন্দীপ
২১ সেপ্টেম্বর চেন্নাই থেকে বিমানে কলকাতায় চলে আসেন পরিচালক সন্দীপ রায়। ‘ফেলুদা’র পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর শুটিং করতে গিয়েছিলেন সন্দীপ। হঠাৎই ভাইরাল জ্বরে আক্রান্ত হন। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চেন্নাইয়ের চিকিৎসক। এখন অনেকটাই ভাল আছেন সন্দীপ। ফের শুটিং করবেন, জানিয়েছেন পরিচালকের স্ত্রী ললিতা রায়।

ফের মা হচ্ছেন অনুষ্কা
জল্পনা তুঙ্গে। ফের নাকি বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। অনুষ্কা এখন বাড়ি থেকে বেরোচ্ছেন না। বিরাটের সঙ্গে ক্রিকেট সফরে যাচ্ছেন না। তাঁদের মুম্বইয়ের এক ক্লিনিকের সামনেও দেখা গিয়েছে। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত কিছুই জানাননি বিরাট কিংবা অনুষ্কা।

পরিণীতির সারপ্রাইজ
আপ নেতা রাঘব চাড্ডার গলায় মালা হদিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের এক সপ্তাহের মধ্যেই স্বামীর উদ্দেশে সারপ্রাইজ় আয়োজন পরীর। আস্ত একটি গান গাইলেন রাঘবের উদ্দেশে। সঙ্গে মুক্তি পেল বিয়ের ভিডিয়োও। আর সেই ‘ও পিয়া’ গানে এখন বুঁদ নেটপাড়া।

অমিতাভ-রাজেশের হাসাহাসি
‘আনন্দ’ ছবির ইমোশনাল সিনে কেঁদেছিল দর্শক। কিন্তু শুটিং করতে গিয়ে কাঁদেননি দুই তারকা অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না। অমিতাভ বলেছিলেন, “ওই মুহূর্তটায় আমি এবং রাজেশ খিলখিল করে হেসেছিলাম। এটাই সত্যি কথা। আমার চোয়াল ব্যাথা হয়ে গিয়েছিল। ”

বিবেকের সাফাই
বলিউড নিয়ে বরাবরই ঠোঁটকাটা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তবে যে যেমনই হোক না কেন, আলিয়া ভাট তাঁর চোখের মণি, এবার স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। আলিয়ার নামে কোনও খারাপ মন্তব্য তিনি সহ্য করবেন না। কারণ আলিয়া এক কথায় আদর্শ নায়িকা।