Bankura News: হাতির হানায় আহত পুলিশ!
হাতির দলের সামনে পড়ে জখম হলেন দুই পুলিশ কর্মী। জানা গেছে বৃহঃস্পতিবার ভোরে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় প্রবেশ করে ৪০ টি হাতির একটি দল। বুধবার ওই দলের একটি বাচ্চা হাতির মৃত্যু হয় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে সীমান্তে।
হাতির দলের সামনে পড়ে জখম হলেন দুই পুলিশ কর্মী। জানা গেছে বৃহঃস্পতিবার ভোরে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় প্রবেশ করে ৪০ টি হাতির একটি দল। বুধবার ওই দলের একটি বাচ্চা হাতির মৃত্যু হয় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে সীমান্তে। এই ঘটনার পরেই হাতির দলটি খুবই আক্রমনাত্মক হয়ে ওঠে। বৃহঃস্পতিবার রাতে ওই হাতির দলটি পাঞ্চেত বনবিভাগের আস্থাশোল জঙ্গল থেকে বিষ্ণুপুর মুখী হয়। সেখানে হাতির গতিবিধির উপর নজরদারির ডিউটিতে ছিল বিষ্ণুপুর থানার পুলিশ। হাতির দল রাস্তা পারাপার করার সময় হাতির দল থেকে একটি হাতি কর্তব্যরত দুই পুলিশ কর্মী কে আক্রমন করে।
ঘটনায় জখম হয় দুই পুলিশ কর্মী। তাদের উদ্ধার করে চিকিতসার জন্য নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেসালিটি হাসপাতালে। তবে প্রত্যকেই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে ওই দল হাতি বনদফতরের এলিফ্যান্ট স্কোয়াড টিমের ও বনকর্মীদের তরপরতায় পাঞ্চেত বনবিভাগের বিষ্ণুপুর, জয়পুরের জঙ্গল পেরিয়ে গোসাইপুরের কাছে দ্বারকেশ্বর নদ পেরিয়ে হিংজুড়ি, কুশদ্বীপ হয়ে বাঁকুড়া উত্তর বনবিভাগের সোনামুখী রেঞ্জের তেঁতুলবাধে অবস্থান করছে হাতির দল। তবে এখনও হাতির হানায় ক্ষয়ক্ষতির কোন খবর নেই।