Delhi Metro Viral Video: দিল্লি মেট্রোয় দুই মহিলার চুলোচুলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
ক্যাপশনে লিখেছেন,'মেট্রোতে একটি সিট নিয়ে দুই মহিলার মধ্যে ঝামেলা'। এই ক্লিপটি এখনও পর্যন্ত ১ লাখ ৪১ হাজারের বেশি ভিউ হয়েছে।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,এক যুবতী তার পায়ের জুতো খুলে অন্য মহিলার দিকে হেঁটে যাচ্ছেন। অপর মেয়েটি হাতে স্টিলের বোতল নিয়ে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ায়। দুজনেই একে অপরকে মারার হুমকি দেয়। দু’জনেই একে অপরকে গালিগালাজ করতে শুরু করে। একই সঙ্গে অন্য মহিলা যাত্রীরাও তাদের দু’জনকে বোঝানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজন মেট্রো প্রশাসনের কাছেও অভিযোগ করেছেন। @gharkekalesh নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ‘দিল্লি মেট্রো’-এর ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন,’মেট্রোতে একটি সিট নিয়ে দুই মহিলার মধ্যে ঝামেলা’। এই ক্লিপটি এখনও পর্যন্ত ১ লাখ ৪১ হাজারের বেশি ভিউ হয়েছে।