Udayan Guha: গরম সিঁদুর বিক্রি করতে আসছেন: উদয়ন

| Edited By: সোমনাথ মিত্র

May 28, 2025 | 7:52 PM

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভার আগে তীব্র কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আগে কেউ গরম চা বিক্রি করতেন, এখন বুকে গরম সিঁদুর বয়ে বেড়াচ্ছেন। চা ছেড়ে এখন সিঁদুর বিক্রি করতে আসছেন আলিপুরদুয়ারে।” মন্ত্রী আরও বলেন, “দয়া করে ধর্মীয় বিষ ছড়াবেন না। আমরা সম্প্রীতির পক্ষে। আমরা আদিল শেখ ও ঝন্টু […]

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভার আগে তীব্র কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আগে কেউ গরম চা বিক্রি করতেন, এখন বুকে গরম সিঁদুর বয়ে বেড়াচ্ছেন। চা ছেড়ে এখন সিঁদুর বিক্রি করতে আসছেন আলিপুরদুয়ারে।”

মন্ত্রী আরও বলেন, “দয়া করে ধর্মীয় বিষ ছড়াবেন না। আমরা সম্প্রীতির পক্ষে। আমরা আদিল শেখ ও ঝন্টু আলী শেখ—সব ধর্মের মানুষের কথাই ভাবি।”

প্রধানমন্ত্রী মোদীর আলিপুরদুয়ার সফরের ঠিক আগে এমন মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। উদয়নের বক্তব্য ঘিরে রাজনৈতিক পাল্টা প্রতিক্রিয়ার অপেক্ষায় রাজ্য-রাজনীতি।

পুরো ঘটনা দেখুন ভিডিওতে।