বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়েছে দেহ, এটাই সেই উমর নবির শেষ VIDEO
পেশায় ছিলেন ডাক্তার। অত্যন্ত মেধাবী ছিলেন এই উমর নবি। কিন্তু বছর কয়েক ধরে যে কোন পথে হাঁটছিলেন, তা আশপাশের কেউ টেরও পায়নি। ভিডিয়োতে একেবারে ঠান্ডা গলায়, স্পষ্ট ইংরেজি উচ্চারণে তিনি কথা বলছেন। সেই ভিডিয়োই এবার প্রকাশ্যে এসেছে।
দিল্লি বিস্ফোরণের ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের দিন লালকেল্লার কাছে ওই পার্কিং লটে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল, সেই উমর নবির ভিডিয়ো এবার প্রকাশ্যে।
সূত্রের খবর, বিস্ফোরণে মৃত্যুর আগে এটাই ছিল উমরের শেষ ভিডিয়ো। তাই সেই ভিডিয়োতে তিনি যা বলেছেন, তা তদন্তকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ভিডিয়োতে আত্মঘাতী হামলা নিয়েই কথা বলতে শোনা যাচ্ছে উমরকে।
Published on: Nov 18, 2025 11:40 AM