Delhi Blast: ১০ নভেম্বর বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে যাচ্ছিল উমরই?
Blast in Delhi: উমারকে ছড়াও লালকেল্লার কাছে বেশ কয়েকবার একা একাই রেইকি করেছিল মুজাম্মিল। ফোনের ডেটা থেকেই পাওয়া যাচ্ছে এই তথ্য। ১০ তারিখের বিস্ফোরণ নাকি লালকেল্লাকে অন্য কোনও টার্গেট হিসাবে বেছে নিয়েছিল তাঁরা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
নয়া দিল্লি: বিস্ফোরণের আগে লালকেল্লার আশেপাশে রেইকি! রেইকি করেছিল উমর আর মুজাম্মিলের। ধৃত জঙ্গির জেরায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানুয়ারির প্রথমে সপ্তাহে রেইকি করেছিল এই দুই জঙ্গি ডাক্তার। উমারকে ছড়াও লালকেল্লার কাছে বেশ কয়েকবার একা একাই রেইকি করেছিল মুজাম্মিল। ফোনের ডেটা থেকেই পাওয়া যাচ্ছে এই তথ্য। ১০ তারিখের বিস্ফোরণ নাকি লালকেল্লাকে অন্য কোনও টার্গেট হিসাবে বেছে নিয়েছিল তাঁরা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
