BJP in Bengal: নতুন বছরের শুরুতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
Image Credit source: TV 9 Bangla

BJP in Bengal: নতুন বছরের শুরুতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা

| Edited By: জয়দীপ দাস

Jan 01, 2026 | 11:52 PM

BJP: ইতিমধ্যেই জে পি নাড্ডাকে দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। নির্বাচনের আগে তাঁর এই সফরকে সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। সব ঠিক থাকলে, স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি ওইদিন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বিশেষ রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন নাড্ডা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার রাজ্য সফরে আসছেন জে পি নাড্ডা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৮ জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য সংক্রান্ত একটি কর্মসূচিতে যোগ দিতে আসছেন তিনি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই জে পি নাড্ডাকে দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। নির্বাচনের আগে তাঁর এই সফরকে সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। সব ঠিক থাকলে, স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি ওইদিন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বিশেষ রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন নাড্ডা। 

Published on: Jan 01, 2026 11:51 PM