উত্তর ও দক্ষিণে জোড়া কর্মসূচি, ভোটের আগে কোন ‘টোটকা’ দেবেন শাহ?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 30, 2026 | 1:03 PM

একগুচ্ছ কর্মসূচি সেরে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর বাংলা থেকে গিয়েছিলেন। ৩০ দিনের মাথায় ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিজেপির জোড়া কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসছেন। শুক্রবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা শাহর। রাতে থাকবেন নিউটাউনের একটি হোটেলে। শনিবার জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। শনিবার প্রথম কর্মসূচি ব্যারাকপুরে। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ সেখানো পৌঁছনোর কথা শাহর। ব্যারাকপুরের ওই কর্মসূচি সেরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরের অদূরে এয়ারফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বেলা সাড়ে তিনটের আগে সেখানে শাহ পৌঁছে যেতে পারেন। সেই কর্মসূচি সেরে বিকেল সাড়ে ৪টা নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে জোড়া কর্মসূচি থেকে শাহ বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের কী 'টোটকা' দেন, সেটাই দেখার।

একগুচ্ছ কর্মসূচি সেরে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর বাংলা থেকে গিয়েছিলেন। ৩০ দিনের মাথায় ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিজেপির জোড়া কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসছেন। শুক্রবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা শাহর। রাতে থাকবেন নিউটাউনের একটি হোটেলে। শনিবার জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। শনিবার প্রথম কর্মসূচি ব্যারাকপুরে। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ সেখানো পৌঁছনোর কথা শাহর। ব্যারাকপুরের ওই কর্মসূচি সেরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরের অদূরে এয়ারফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বেলা সাড়ে তিনটের আগে সেখানে শাহ পৌঁছে যেতে পারেন। সেই কর্মসূচি সেরে বিকেল সাড়ে ৪টা নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে জোড়া কর্মসূচি থেকে শাহ বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের কী ‘টোটকা’ দেন, সেটাই দেখার।